www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ মাতৃ ভাষা ✍

মায়ের মুখের সুমিষ্ট ভাষা
ষোল কোটি বাঙালীর মধুর সুমধুর
সুরেলা মাতৃ ভাষা বাংলা ভাষা ৷
পাকিস্তানি পাক সেনা যে দিন বলছে ওগো
উর্দূ হবে মাতৃ ভাষা
সে দিনটি তে মোরা গর্জে উঠে দিলাম বাঁধা
আমাদের মাতৃ ভাষা বাংলা ভাষা
হবে সেই রাষ্ট্র ভাষা৷
মাগো তোমার ভাষার জন্য দিলাম মোরা প্রাণ
তবু ওগো চাই যে মোরা স্বদেশের সম্মান ৷
শহীদ হলো সালাম, বরকত, রফিক, জব্বার,
গর্জে উঠলো প্রাণ
সবাই মোরা গেলাম যুদ্ধে
হাজারো দিলাম জান৷
তবু ওগো চাই যে মোরা ,বাংলা ভাষার মান
সব মানুষের মুখের ভাষা, বাংলা ভাষা৷
তারা কি ?
কেড়ে নিতে পারবে মাগো, তোমার মুখের ভাষা
মাগো, তোমার মুখের শিখাবুলি, শিখেছিলাম মোরা
তবে কি মোরা ভুলতে পারি যত আসুক বাঁধা৷
সব বাধাকে বাঁধাকে তুচ্ছ করে রাখবো তোমার ভাষা
যদি হয় দিতে প্রাণ, দিবে তোমার সেই বাংলার সন্তান
আসলে আসুক যত তুফান,
শিখেনি মোরা হেরে যেতে
শিখেনি মোরা পরাজয়
শিখেছি মাগো তোমার মুখের ভাষা৷
যে ভাষা থাকবে চিরদিন অন্যায়ের প্রতিবাদ হয়ে
থাকবে উজ্জল হয়ে,
থাকবে চির জাগ্রত হয়ে,
বাংলার মানুষের মুখে-মুখে৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হরেকৃষ্ণ দে ১১/০২/২০১৬
    ভাষা প্রেম কবিতার ছন্দে।খুব সুন্দর অনন্য প্রতিফলন।
    শুভেচ্ছা রইলো।
  • দীপঙ্কর বেরা ১১/০২/২০১৬
    দারুণ
  • মাহাবুব ১১/০২/২০১৬
    মায়ের মুখে সুমিষ্ট ভাষা, ও আমার বাংলা ভাষা।
    শুভেচ্ছা।
  • দুর্দান্ত কাব্যিক ভাষা॥
  • গাজী তৌহিদ ১১/০২/২০১৬
    শিখেনি মোরা হেরে যেতে
    শিখেনি মোরা পরাজয়।
    -অসাধারণ কবিতা!
  • ধ্রুব রাসেল ১১/০২/২০১৬
    ভাষার মাসে এ ধরনের কবিতা রচনা করার সার্থকতা হয়েছে।
 
Quantcast