www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ আবেগাপ্লুত সম্পর্ক ✍

প্রেমিক - প্রেমিকাকে চায়,
একে অপরকে ছাড়া চলা দায়,
কি করে যে প্রেমিক - প্রেমিকাকে পায়,
ভেবে হয় দুজন নিরুপায়।
দুইটি মন এক হয়ে ভেবে ভেবে গান গায়,
মন বিলাসী দুইটি আত্মা খোঁজে কবিতায়,
দুঃসহ বেদনায়,
মন হলো মৃতপ্রায়।
কিভাবে পটাবে দুইজন দুজনাকে তায়
কার জানা, কি উপায়!
উজানে ভাটিতে যায়,
আর অববাহিকায়।
একদিন সন্ধ্যায়,
সূর্যটা ডুবে প্রায়,
পাখিগুলো ঘরে যায়,
আর প্রেমিক - প্রেমিকাকে দিলো ‘সায়।’
‘সায়’ নয় যেন ‘রায়’,
আসামীর ‘ফর’এ যায়,
আর তারে কারা পায়।
যতো সুখ এ ধরায়,
প্রেমিকের সমুখে গড়ায়।।
নীল আকাশের মেঘে মেঘে,
সুখের শীতল হাওয়াই,
প্রজাতাপতির ডানায় ডানায় ,
দিনগুলো তাদের কেটে যায়
অদ্ভুত এক ভালোবাসায়।
এক দিন এক সন্ধ্যায় ,
প্রেমিক ফিরছিল বাসায়,
হঠাৎ প্রাণ গেল চমকায়!
একী দেখে সে রিক্সায়,
কার হাতে হাত রেখে
প্রেমিকা চলে যায়।
প্রেমিক আজ অসহায় ,
প্রেমিকাটি আর নাই ,
মেতেছিল কি নির্মম খেলায় ,
ভালোবাসার ছলনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গাজী তৌহিদ ১১/০২/২০১৬
    ছন্দের অসাধারণ মিলে মুগ্ধ হলাম!
  • হরেকৃষ্ণ দে ০৯/০২/২০১৬
    কবিতার ভাব ও ছন্দে অাবেগাপ্লুত হলাম।শুভেচ্ছা রইলো।
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
  • ভালো লাগলো আপনার কবিতা॥ শুভেচ্ছা॥
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
  • ধ্রুব রাসেল ০৯/০২/২০১৬
    অসাধারণ ছন্দময় কবিতা। সত্যিই অসাধারণ লাগলো। শুভেচ্ছা কবি।
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
 
Quantcast