www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ উষ্ণ প্রেমের দীঘল পথ ✍

উষ্ণ প্রেমের দীঘল পথে
দেখি তুমি আছো ঝিকিমিকি
রোদের সাথে মিশে ,
আছো তুমি ঐ নীল দিগন্ত শেষে।
মেঘের চোখে তাই দেখি
তোমায় খুঁজে পাই তার প্রতি,
কোন এক জ্যোৎস্না ভেজা রাতে ,
সারাটা ঘর ভরেছিলো স্বপ্ন মেঘে।
মানব মনে জাগিয়ে দিয়ে যায়
যেন প্রেমবোধে,
অনেক রঙের অনেক ফুলে ফুলে ,
এপাশ ওপাশ ছেয়ে গেছে ।
তোমার ভালোবাসার রুপ রস গন্ধে
চিত্ত আকুল হওয়া বালিকার মনে ,
নাম না জানা কারুর অরুপ
মূর্তি আঁকা আছে ।
পিচ ঢালা মসৃণ পথে
তোমার উষ্ণ প্রেমের ঝলমল রোদে ,
বালক বালিকার ছায়া লেগে আছে ।
প্রানে দোলে অকারণ হর্ষ
কানে বাজে কোন প্রিয় গানের কথা ,
কারুর শূন্য প্রানে প্রেম হয়তো
জাগিয়ে দিয়ে যায় ব্যথা !
ভালোবাসা আসে ফুলে ফুলে প্রকৃতির মাঝে
রাঙিয়ে দিয়ে যায় ,প্রেম জাগে মানব মনে
প্রেমবোধ জাগিয়ে দিয়ে যায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবাশীষ দিপন ০৭/০২/২০১৬
    দারুণ।
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • রাশেদ খাঁন ০৭/০২/২০১৬
    valo laglo
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • ধ্রুব রাসেল ০৭/০২/২০১৬
    দারুণ লাগল।
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • নির্ঝর ০৭/০২/২০১৬
    সত্যিই খুব সুন্দর
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • অভিযান পাল ০৭/০২/২০১৬
    ভালো । ধন্যবাদ ও শ্যভেচ্ছা ।
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
  • ভালো লাগলো॥ শুভ সকাল॥
    • প্রিয় কবি হতে, পাইনি খোঁজে সিঁড়ি মই, উদাস হয়ে পথে ঘুরি! কবি হতে পারলাম কই?
      ধন্যবাদ প্রিয় কবি, আপনার ভালো লাগা, আমার প্রেরণা,
      সানন্দে থাকুন সর্বদা।
 
Quantcast