www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ সুপ্ত মনের অভিব্যক্তি ✍

সুপ্ত মনের অভিব্যক্তিটি-
একদিন মনের নীল পেখম জুড়ে ছিল স্বপ্ন
ছিল বুকের গহীনে একটি ছোট নদী
সেখানে খুব গোপনে উঠত জোয়ার, আসতো ঢেউ
জমাট বাঁধা ছিল ভালোবাসা
যা কোনদিন বুঝলো না তো কেউ।
যতবার চেয়েছি একসাথে চলতে
যতবার চেয়েছি এইবার বলতে
খুব কাছে গিয়েও থমকে গেছি
ফিরে এসেছি সন্তর্পণে ঠিক ততবার
মনের দুয়ারের কড়াটি হয়নি নাড়া তোমার।
বাড়ি ছেড়ে ,গলিটা পেরিয়ে, রাস্তায়
কতদিন নির্লজ্জের মতো দাঁড়িয়ে থেকেছি
একপলক তোমাকে দেখার অপেক্ষায়
সামনে দিয়ে তুমি হেঁটে চলে গেছ বহুদূর
আমি তাকিয়ে থেকেছি অপলক আর
মনে মনে ভেবেছি হয়তো তাকাবে ফিরে,
এইবার হয়তো ডাকবে কাছে আমায়
কিন্ত তুমি তাকাও নি
আমি চুপসে গেছি, না পাওয়ার হতাশায়।
আজো যখন আলোয় আলোয় ভরিয়ে দেয়
পূর্ণিমার ঐ বাঁকা চাঁদ
মনে জাগে অদ্ভুত বাসনা
সে ধরতে চাই তোমার ঐ হাত
ঘুমন্ত ভালোবাসা গুলো জেগে উঠে ঠিক তখন
তোমার কানে কানে যেয়ে বলতে চাই
ভুলিনি তোমায়
আজো আছি ঠিক তোমারই অপেক্ষায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬
    ভাল লাগল। তবে বানানগুলো ঠিক করে নিবেন: ছোট্র, গোলি, বাকা।
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
  • ভালো লাগলো কবি॥
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
  • অভিষেক মিত্র ০৮/০২/২০১৬
    অপূর্ব
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! প্রিয় কবিকে জানাই মহান একুশের উষ্ণ রক্তিমের রক্তিম শুভেচ্ছা!
 
Quantcast