✍ ভালবাসার কথোপকথন ✍
তুমি আমার উষ্ণ
ভালবাসার কথোপকথন,
নিলাঞ্জনা আজ ঝরতে দাও
নীলাকাশ থেকে সৃষ্টি,
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি,
ভিজবে না মাথা।
-আরে আরে কি যে বলো না
মুখে তোমার আসে যা তা,
তুমি আমার জীবন গো,
তোমার গায়ে পরতে দিব
না বৃষ্টির ফোঁটা।
-তুমি এমন করে বলো নাগো
ভয় লাগে ভীষণ শুনলে তোমার কথা,
তুমি বিনে আমি বাঁচবো না এই জীবনে,
যদি তুমি কখনো দাও ব্যথা।
-যদি পাশে থাকো তুমি
রাখবো না ভালবাসার দৈন্যতা,
তুমি আমি সুখে দুখে রব একসাথে
যাবে পালিয়ে সব শুণ্যতা।
-কখনো তুমি আমায় ভুল বুঝো না গো,
ভাল লাগা মন্দ লাগায় রেখো সমতা,
থাকবে ভালবাসা অটুট মোদের
থাকবেনা ভাঙ্গনের কারো ক্ষমতা।
-আসবে সুখ দুখ যাবে তাতে কি
এসো দুজন পণ করি হারাবো না কখনো ধীরতা,
লাগবে না অধিক কিছু, যদি
দুজন দুজনার মাঝে থাকে হৃষ্টতা ।
ভালবাসার কথোপকথন,
নিলাঞ্জনা আজ ঝরতে দাও
নীলাকাশ থেকে সৃষ্টি,
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি,
ভিজবে না মাথা।
-আরে আরে কি যে বলো না
মুখে তোমার আসে যা তা,
তুমি আমার জীবন গো,
তোমার গায়ে পরতে দিব
না বৃষ্টির ফোঁটা।
-তুমি এমন করে বলো নাগো
ভয় লাগে ভীষণ শুনলে তোমার কথা,
তুমি বিনে আমি বাঁচবো না এই জীবনে,
যদি তুমি কখনো দাও ব্যথা।
-যদি পাশে থাকো তুমি
রাখবো না ভালবাসার দৈন্যতা,
তুমি আমি সুখে দুখে রব একসাথে
যাবে পালিয়ে সব শুণ্যতা।
-কখনো তুমি আমায় ভুল বুঝো না গো,
ভাল লাগা মন্দ লাগায় রেখো সমতা,
থাকবে ভালবাসা অটুট মোদের
থাকবেনা ভাঙ্গনের কারো ক্ষমতা।
-আসবে সুখ দুখ যাবে তাতে কি
এসো দুজন পণ করি হারাবো না কখনো ধীরতা,
লাগবে না অধিক কিছু, যদি
দুজন দুজনার মাঝে থাকে হৃষ্টতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Nisita ০৭/০২/২০১৬অনেক সুন্দর লেগেছে,,
-
বিদ্রোহী ফাহিম খান ০৬/০২/২০১৬দুর্দান্ত
-
অভিযান পাল ০৬/০২/২০১৬বেশ লাগল । শুভেচ্ছা ।
-
মাহাবুব ০৬/০২/২০১৬ভালো লাগা রেখে গেলাম।
-
মোবারক হোসেন ০৬/০২/২০১৬Fine
-
নির্ঝর ০৬/০২/২০১৬খুব সুন্দর
-
রানাকবি ০৬/০২/২০১৬দারুন
-
বিদ্রোহী ফাহিম খান ০৬/০২/২০১৬অসাধারণ ভালো লাগা॥ শুভেচ্ছা॥