✍ ডায়েরীর শিরোনামে ✍
তোমাকে ছাড়া এক এক করে আমার বছর চলে যায়
তোমাকে ছাড়া দিলাম কাটিয়ে বহু বছর ।
যাচ্ছে কেটে কতগুলো অগণিত প্রহর ,
তুমি হয়ত এখনও সকাল বেলায় পাখির ডাকে ঘুমাতে যাও ।
গভীর রাতের স্বপ্নগুলো ভেবে কাটিয়ে দেও পুরো দিনটি ,
তুমি কি আজও সেই ছোট্ট খুকির মত কাঁদো , আর হাসো ।
চোখের চশমাটা হারিয়ে এখানে সেখানে খোঁজো ।
এখনো কি আগের মত বাসি খাবার অভ্যাস আছে তোমার ,
পুরনো সেই চিলেকোঠায় এখনও কি তুমি কাপড় শুকাতে দেও !
এখনো কি বিরক্ত হলে ভুরূ কুঁচকে থাকো ,
হয়তো বা এখনও তোমার ডায়েরীর ফাঁকে দু একটা স্কেচ আঁকা থাকে ,
আপন মনে যাও গান গেয়ে ,তোমারই গীটারের সুর তোলে ,
কখনো মাঝে মাঝে আবার ভুলেও যাও !
আজও কি সেই "ভোরের ফুল ফুটার গন্ধটা শুনে ,
আমি তোমার আগমনী বার্তা টের পাই মনে মনে !
কি এমন ! জানিনা আমি তেমন কিছুই ,
জানি শুধু এটুকু , এখন তুমি উনিশ বছরের সেই যুবতী ,
আর জানি আমাকে ছাড়াই কেটে যাচ্ছে বছরের পর বছর !
তোমাকে ছাড়া দিলাম কাটিয়ে বহু বছর ।
যাচ্ছে কেটে কতগুলো অগণিত প্রহর ,
তুমি হয়ত এখনও সকাল বেলায় পাখির ডাকে ঘুমাতে যাও ।
গভীর রাতের স্বপ্নগুলো ভেবে কাটিয়ে দেও পুরো দিনটি ,
তুমি কি আজও সেই ছোট্ট খুকির মত কাঁদো , আর হাসো ।
চোখের চশমাটা হারিয়ে এখানে সেখানে খোঁজো ।
এখনো কি আগের মত বাসি খাবার অভ্যাস আছে তোমার ,
পুরনো সেই চিলেকোঠায় এখনও কি তুমি কাপড় শুকাতে দেও !
এখনো কি বিরক্ত হলে ভুরূ কুঁচকে থাকো ,
হয়তো বা এখনও তোমার ডায়েরীর ফাঁকে দু একটা স্কেচ আঁকা থাকে ,
আপন মনে যাও গান গেয়ে ,তোমারই গীটারের সুর তোলে ,
কখনো মাঝে মাঝে আবার ভুলেও যাও !
আজও কি সেই "ভোরের ফুল ফুটার গন্ধটা শুনে ,
আমি তোমার আগমনী বার্তা টের পাই মনে মনে !
কি এমন ! জানিনা আমি তেমন কিছুই ,
জানি শুধু এটুকু , এখন তুমি উনিশ বছরের সেই যুবতী ,
আর জানি আমাকে ছাড়াই কেটে যাচ্ছে বছরের পর বছর !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুব রাসেল ৩১/০১/২০১৬ভাল লিখেছেন।
-
হরেকৃষ্ণ দে ৩০/০১/২০১৬বেশ ভালো।ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই অমোঘ ভঙ্গিতে।ভালো থাকবেন।
-
নির্ঝর ৩০/০১/২০১৬মজা পেলাম
-
হিরণ্য হারুন ৩০/০১/২০১৬সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০১/২০১৬দারুণ
-
বিদ্রোহী ফাহিম খান ৩০/০১/২০১৬ভালো লাগলো॥ শুভেচ্ছা॥
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০১/২০১৬বেশ লাগলো। ভাল লিখেছেন।