✍ পড়ালেখার নার্সারিতে ✍
যখন আমি নার্সারিতে পড়ি
তখন ছিল হাতে একটা খড়ি,
যখন আমি কে'জি তে উঠি,
প্রথম মত চিনতে শিখি ঘড়ি।
ক্লাস ওয়ানে ছড়ার মেলা
ক্লাস টু - তে গল্প,
ক্লাস থ্রিতে শিখলাম এসে
বাংলা সাহিত্য অল্পসল্প ।
এইভাবে পার করে দিলাম অষ্টমটাও
নবম - দশমস্থানে আমি এসে হলাম সিনিয়ার।
নানান লেখক নানান বই আর নানান রকম পড়া
দূর চিন্তায় ফার্স্ট ইয়ারে ভীষণ ভাবে খেয়ে গেলাম ধরা ,
ল্যাব,কোচিং আর টেস্ট পেপারের গুনেছি কত টাকা
সকাল সন্ধ্যা পড়ার চাপে কোমর হয়েছে বাঁকা ।
পরীক্ষার শেষ না হতেই মনের ভেতর ফিয়ার,
ভয় ভিতির চোটে বসে বসে ফেলছি শুধু টিয়ার।
বড়ই অভাব ভর্তি সিট এর কেমনে করি পাশ,
মানুষ ভালো রেসাল্ট নিয়েও ফেলছে যে দীর্ঘশ্বাস ।
বাঁধা ছিল নিছক ছকে পরীক্ষার এই ছক
আমি রেসাল্ট পেয়ে ভীষণ খেয়ে গেলাম শক ।
আমি গুটি গুটি পায়ে ভর্তি হলাম শেষে
আমি পেলাম নতুন জীবন ব্র্যাক-ইউ_তে এসে ।
সেমিস্টারের শুরু হতেই যায় যে হয়ে শেষ,
আমি পড়ালেখার চাপে চ্যাপ্টা এখন বেশ।
বুঝতে না বুঝতেই হলো আমার ৩ টি বছর শেষ,
ফোর্থ ইয়ারে এসে দেখি বিশাল বইয়ের চাপ।
কুইজ আর হাসি-ঠাট্টার ,এ্যাসাইন্মেট এর ভার
কমছে আমার দিনে দিনে সিজিপি এর হার ,
আমার এতকিছুর পরেও পড়তে যে চায় মনে
ভাবি আমি নিজের মত বসে ঘরের কোণে।
দিলাম মেলে ইচ্ছেডানা ছোট্ট পাখির মত
সবচেয়ে ভালো পড়ালেখা যে যাই বলুক যত ।
তখন ছিল হাতে একটা খড়ি,
যখন আমি কে'জি তে উঠি,
প্রথম মত চিনতে শিখি ঘড়ি।
ক্লাস ওয়ানে ছড়ার মেলা
ক্লাস টু - তে গল্প,
ক্লাস থ্রিতে শিখলাম এসে
বাংলা সাহিত্য অল্পসল্প ।
এইভাবে পার করে দিলাম অষ্টমটাও
নবম - দশমস্থানে আমি এসে হলাম সিনিয়ার।
নানান লেখক নানান বই আর নানান রকম পড়া
দূর চিন্তায় ফার্স্ট ইয়ারে ভীষণ ভাবে খেয়ে গেলাম ধরা ,
ল্যাব,কোচিং আর টেস্ট পেপারের গুনেছি কত টাকা
সকাল সন্ধ্যা পড়ার চাপে কোমর হয়েছে বাঁকা ।
পরীক্ষার শেষ না হতেই মনের ভেতর ফিয়ার,
ভয় ভিতির চোটে বসে বসে ফেলছি শুধু টিয়ার।
বড়ই অভাব ভর্তি সিট এর কেমনে করি পাশ,
মানুষ ভালো রেসাল্ট নিয়েও ফেলছে যে দীর্ঘশ্বাস ।
বাঁধা ছিল নিছক ছকে পরীক্ষার এই ছক
আমি রেসাল্ট পেয়ে ভীষণ খেয়ে গেলাম শক ।
আমি গুটি গুটি পায়ে ভর্তি হলাম শেষে
আমি পেলাম নতুন জীবন ব্র্যাক-ইউ_তে এসে ।
সেমিস্টারের শুরু হতেই যায় যে হয়ে শেষ,
আমি পড়ালেখার চাপে চ্যাপ্টা এখন বেশ।
বুঝতে না বুঝতেই হলো আমার ৩ টি বছর শেষ,
ফোর্থ ইয়ারে এসে দেখি বিশাল বইয়ের চাপ।
কুইজ আর হাসি-ঠাট্টার ,এ্যাসাইন্মেট এর ভার
কমছে আমার দিনে দিনে সিজিপি এর হার ,
আমার এতকিছুর পরেও পড়তে যে চায় মনে
ভাবি আমি নিজের মত বসে ঘরের কোণে।
দিলাম মেলে ইচ্ছেডানা ছোট্ট পাখির মত
সবচেয়ে ভালো পড়ালেখা যে যাই বলুক যত ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সীমা সান্যাল ২৬/০১/২০১৬আরে বা.. দারুন।।।।মনের কথা তো।।।
-
ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬আপনার প্রত্যেকটি কবিতা আমার ভাল লাগে। তবে বানানের দিকে নজর রাখুন।
-
অভিষেক মিত্র ২৫/০১/২০১৬ভালো।
-
হরেকৃষ্ণ দে ২৪/০১/২০১৬ইচ্ছে ডানা হতে জাগিল
মোর সাধ।
মনের ভেলা যাবে চলে
থাকবে নাকো বাধ।
.....শিশু মন জেগে ওঠে ।ভালো ।মুগ্ধ চিত্তে জানাই শুভেচ্ছা। -
বিদ্রোহী ফাহিম খান ২৪/০১/২০১৬ভালো লাগলো॥
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০১/২০১৬ভাল লাগলো।