www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

✍ তুমি হিমালয় ✍

আমি হিমালয় পর্বত দেখিনি,
কিন্তু আমি দেখেছি তোমার
সৌন্দর্যের টিউলিপ বাগান।
তোমারই স্পর্শে সৌন্দর্যময় ফুল গুলি,
ঝরে পড়ে ভালবাসার বাগানবিলাসে।
তোমারি অস্তিত্বে প্রেমানন্দে দৃষ্টিসুখ ঝরে
তোমার চোখের দৃষ্টির দৃষ্টিকোণে,
দৃষ্টান্তসহকারে আঁখি দৃশ্য নাহি'বা পড়ে।
আমি মুগ্ধ হয়েছি তোমার স্নিগ্ধ যৌবনসুলভে
আমি সৌরভময়ী সুগন্ধি মিশিয়েছি,
তোমার অঙ্গে আমারি মনেরগহন।
ফুলের সৌরভ ভালবাসার গৌরব,
চিরদিন স্থায়ী থাকে ক্ষত বিক্ষত হৃদয়ে!
সুন্দর তুমি কোমল সৌরভ পদ্মফুল
তুমি অপরূপ সৌন্দর্যের স্নিগ্ধ অবয়ব।
তুমি লাবণ্যময়ী মাধবীলতা সম্মোহীনি,
তুমি অনন্যা দিগন্ত সুনয়না হৃদয় হরিণী।
তুমি উজ্জ্বল সুদ্বীপ্ত বিকেলের সুরেলা হাওয়া
তুমি সুন্দরীতমা আমার প্রিয়া।
তোমার ভালবাসার বিহনে আমি পাগলপারা
আমি তোমার-ই পরশে বাঁধন হারা।
হৃদয় নীলাকাশে তুমি দীপ্ত তারা
তুমি পৃথিবীর আলোকিত ধন্য ধরা।
তুমি অপার চির সবুজে হাওয়ার নাচন  
তুমি নরম হাতের স্পর্শে স্বর্ণ কাঁকণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতা পড়ে মুগ্ধ হলাম॥ ভালো থাকুন॥
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার, বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার, শুভেচ্ছা অনিঃশেষ প্রিয় কবি বন্ধু।
  • ভাল লাগল বেশ
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার, বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার, শুভেচ্ছা অনিঃশেষ প্রিয় কবি বন্ধু।
  • ধ্রুব রাসেল ২৭/০১/২০১৬
    অসাধারণ লিখেছেন। বেশ লাগলো।
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার! বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! শুভেচ্ছা অনিঃশেষ কবি।
  • খুব ভাল লাগলো।
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! শুভেচ্ছা অনিঃশেষ প্রিয় কবি বন্ধু!
  • রাশেদ খাঁন ২৬/০১/২০১৬
    nice
    • আপনার হৃদ্ধ আন্তরিকতায় স্নাত আমি,
      অপার সৌভাগ্য আমার।বিনম্র ধন্যবাদ,
      কৃতজ্ঞতা অপার! শুভেচ্ছা অনিঃশেষ প্রিয় কবি বন্ধু!
 
Quantcast