✍ ভালোবাসার তীব্র নদী ✍
তুমি হলেই আমার বিভীষিকাময় চোখের মনিটরের পোকা,
তুমি তুমুল মাঝে মাঝে তুচ্ছতাচ্ছিল্য বুঝেও না বোঝার ধরো ভান,
যখন তখন চোখে চালাও আক্রমণ।
জলাশয় জল ঝরাও অবিরত
স্পর্শ অনুভূতিতে বাড়াও এ দেহের ক্ষত।
আমায় ভালোবেসে হয়েছ তুমি কঠিনতম পাথর,
বাহিরের ক্ষত দেখেও হও না তুমি কখনো কাতর।
আবেগাপ্লুত অনুভূতি এখন শুধুই গল্প
প্রজাপতি মন ভালবাসা হলো কল্প।
জেনেও যে পোকারা জানেনা নিষেধাজ্ঞা মানেনা।
এ বলে ও বলে, চোখ কেনো ছলছলে?
মনে হয় পরেছে পোকা,
আমাকে দিয়ে ধোঁকা।
চোখ দুটো তো লাল টকটক?
পোকারা মিটিয়েছে যে তাদের শখ।
ফের প্রশ্নে জর্জরিত
পোকা পড়লে তো এক চোখেই পড়ত?
পোকারা তোরা বদ অতি
আমার ইমোশনালের কেন করো ক্ষতি?
কি যে করি, ভীষণ জ্বালা
বলি কি করে যে চোখে পড়েছি দু:খমালা।
ঝরছে যখন জল ঝরতে দেই
গহিন হৃদয়ে পোকাদের অতি আপন করে নেই।
আর কেউবা বুঝুক না বুঝুক
চোখের অশ্রুবিন্দু খুঁজুক না খুঁজুক।
আমি তো জানি আমার কথা
পোকারা বুঝে আমার ব্যথা।
পোকারা যখন তখন কেনো চোখে পড়িস
কান্না হয়ে কলকলিয়ে জল বরিষ।
চোখে পরে বানাস তীব্র নদী
স্রোতের টানে কিছুটা দু:খ ভাসে যদি ।
ভুলেও পড়িস না এক চোখে
চোখটি আমার মারা যাবে অধিক শোকে।
তুমি তুমুল মাঝে মাঝে তুচ্ছতাচ্ছিল্য বুঝেও না বোঝার ধরো ভান,
যখন তখন চোখে চালাও আক্রমণ।
জলাশয় জল ঝরাও অবিরত
স্পর্শ অনুভূতিতে বাড়াও এ দেহের ক্ষত।
আমায় ভালোবেসে হয়েছ তুমি কঠিনতম পাথর,
বাহিরের ক্ষত দেখেও হও না তুমি কখনো কাতর।
আবেগাপ্লুত অনুভূতি এখন শুধুই গল্প
প্রজাপতি মন ভালবাসা হলো কল্প।
জেনেও যে পোকারা জানেনা নিষেধাজ্ঞা মানেনা।
এ বলে ও বলে, চোখ কেনো ছলছলে?
মনে হয় পরেছে পোকা,
আমাকে দিয়ে ধোঁকা।
চোখ দুটো তো লাল টকটক?
পোকারা মিটিয়েছে যে তাদের শখ।
ফের প্রশ্নে জর্জরিত
পোকা পড়লে তো এক চোখেই পড়ত?
পোকারা তোরা বদ অতি
আমার ইমোশনালের কেন করো ক্ষতি?
কি যে করি, ভীষণ জ্বালা
বলি কি করে যে চোখে পড়েছি দু:খমালা।
ঝরছে যখন জল ঝরতে দেই
গহিন হৃদয়ে পোকাদের অতি আপন করে নেই।
আর কেউবা বুঝুক না বুঝুক
চোখের অশ্রুবিন্দু খুঁজুক না খুঁজুক।
আমি তো জানি আমার কথা
পোকারা বুঝে আমার ব্যথা।
পোকারা যখন তখন কেনো চোখে পড়িস
কান্না হয়ে কলকলিয়ে জল বরিষ।
চোখে পরে বানাস তীব্র নদী
স্রোতের টানে কিছুটা দু:খ ভাসে যদি ।
ভুলেও পড়িস না এক চোখে
চোখটি আমার মারা যাবে অধিক শোকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজিজুল হক ওয়াসিম ২০/০১/২০১৬ভাল লেগেছে
-
অভিষেক মিত্র ২০/০১/২০১৬দারুণ!
-
দ্বীপ সরকার ১৯/০১/২০১৬খুব ভালো।
-
মাহাবুব ১৯/০১/২০১৬ভালো হয়েছে কবিতাটা কবি।
-
নুফরাত জেরীন ১৯/০১/২০১৬nice
-
নির্ঝর ১৯/০১/২০১৬হাতে হাত ধরে এগিয়ে নিবে সেই প্রেয়সী।