✍ ভালোবাসার অপ্রাপ্যতা ✍
ভালোবাসার বিষণ্ণতার নির্ঝরিণী
জীবন ঘিরে রাখে
অদৃশ্যমান কষ্টগুলো হরদম,
ভালোবাসা কেড়ে নিয়ে মুখের হাসি বিরাজিত
অজান্তেই শুধু মুখটা থমথম।
দু' চোখের নয়ন ভরে জড়ায়ে থাকে ছলছল
হঠাৎ গড়িয়ে পরে অশ্রুবিন্দু টলটল,
হৃদয়ের ক্ষতবিক্ষত সময়ের ঘড়ির কাঁটা চলে খুব দ্রুত
সামনে পিছনে ছড়ায় ব্যর্থতার গ্লানী।
এ জীবন জুড়ে শুধুই ধোঁয়াশার ধুম্রজাল,
পথ চলতে চলতে থমকে দাঁড়াই
ধরে রাখতে পারি না হাল।
যতই ভাবি একা আমি নইতো
তবু সময় আমাকে করে রাখে একা,
অন্ধকারে একা একা যেনো চলেছি
সেই চলার প্রতি পদে হতাশার পাই দেখা।
কষ্টগুলো হিমালয় পর্বতের ঝর্ণা হয়ে
ঝরে পরে মন ছুঁয়ে ছুঁয়ে,
হতাশার বাগানে ফুল ফুটে না
অন্তরে ক্ষত হয়ে যায় রয়ে।
জীবনের প্রাপ্য চাওয়াগুলো শুধু বেদনা দিয়ে বেঁধে রাখি,
অপ্রাপ্যতা এসে নিয়ে যায় নিরাশার দুয়ারে ডাকি।
প্রেম ভালবাসা দিয়ে কেন জীবন পারি না রাঙ্গাতে,
লৌহ সমেত জেগে ঘুমিয়ে থাকা মন গুলোর পারি না ঘুম ভাঙ্গাতে।
জীবন জুড়ে তাই হতাশার আল্পনা যাবো এঁকে,
সময়ে অসময়ে হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে পরা রক্তক্ষরণ হতে,
রক্ত নিয়ে বিরহগাঁথা যাবো লিখে।
জীবন ঘিরে রাখে
অদৃশ্যমান কষ্টগুলো হরদম,
ভালোবাসা কেড়ে নিয়ে মুখের হাসি বিরাজিত
অজান্তেই শুধু মুখটা থমথম।
দু' চোখের নয়ন ভরে জড়ায়ে থাকে ছলছল
হঠাৎ গড়িয়ে পরে অশ্রুবিন্দু টলটল,
হৃদয়ের ক্ষতবিক্ষত সময়ের ঘড়ির কাঁটা চলে খুব দ্রুত
সামনে পিছনে ছড়ায় ব্যর্থতার গ্লানী।
এ জীবন জুড়ে শুধুই ধোঁয়াশার ধুম্রজাল,
পথ চলতে চলতে থমকে দাঁড়াই
ধরে রাখতে পারি না হাল।
যতই ভাবি একা আমি নইতো
তবু সময় আমাকে করে রাখে একা,
অন্ধকারে একা একা যেনো চলেছি
সেই চলার প্রতি পদে হতাশার পাই দেখা।
কষ্টগুলো হিমালয় পর্বতের ঝর্ণা হয়ে
ঝরে পরে মন ছুঁয়ে ছুঁয়ে,
হতাশার বাগানে ফুল ফুটে না
অন্তরে ক্ষত হয়ে যায় রয়ে।
জীবনের প্রাপ্য চাওয়াগুলো শুধু বেদনা দিয়ে বেঁধে রাখি,
অপ্রাপ্যতা এসে নিয়ে যায় নিরাশার দুয়ারে ডাকি।
প্রেম ভালবাসা দিয়ে কেন জীবন পারি না রাঙ্গাতে,
লৌহ সমেত জেগে ঘুমিয়ে থাকা মন গুলোর পারি না ঘুম ভাঙ্গাতে।
জীবন জুড়ে তাই হতাশার আল্পনা যাবো এঁকে,
সময়ে অসময়ে হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে পরা রক্তক্ষরণ হতে,
রক্ত নিয়ে বিরহগাঁথা যাবো লিখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজিজুল হক ওয়াসিম ১৯/০১/২০১৬ভালো লাগলো
-
প্রদীপ চৌধুরী ১৯/০১/২০১৬ভালোই হয়েছে