✍ ভালবাসার অগ্নিশিখা ✍
অগ্নিদগ্ধ তুমি ব্যথা দিবে আর কতো
প্রতিনিয়ত হই আমি ব্যাপক আহত,
ভালোবাসার অগ্নিশিখার অগ্নিদগ্ধে
মরে যাই যদি আমি পৃথিবীতে কখনো।
তুমি চাহো তো, আমি কখনো করবোনা
বিন্দুমাত্র উহু আর আহ তো,
মহা কাব্যের বিশালতার হৃদয় জুড়ে
কি করে যে প্রেম এলো কথিত।
পৃথিবীর স্রষ্টার সৃষ্টির মানব সত্তার সবখানে তুমি হলে প্রোথিত,
তোমাকে ছাড়া রইলোনা এ দেহে আর কোন গতি তো।
তোমায় না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
এ জীবনের স্পন্দন হলে হোক রহিত
ইতিহাসের পাতায় থাকনা লেখা শায়িত।
বুভুক্ষু ভালোবাসা একজন চাহিত
হেরে গেছি স্বেচ্ছায়, কেউ নয় দায়ী তো,
হৃদয়টা হচ্ছে আমার বিষাদ সিন্ধু
পবিত্র ভালবাসায় ঝরছে রক্ত বিন্দু।
নীল নক্ষত্র. আমি পৃথিবীর ভূমিকায় ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি,
কেউ কি তোরা কোথাও আছিস
থাকলে আমায় ভালবাসিস।
এর আগেই আমি পৃথিবীর বুকে এসে ছিলাম
অগনিত ভালবেসে কতো গেলাম,..
আমি নিজেই ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি।
প্রতিনিয়ত হই আমি ব্যাপক আহত,
ভালোবাসার অগ্নিশিখার অগ্নিদগ্ধে
মরে যাই যদি আমি পৃথিবীতে কখনো।
তুমি চাহো তো, আমি কখনো করবোনা
বিন্দুমাত্র উহু আর আহ তো,
মহা কাব্যের বিশালতার হৃদয় জুড়ে
কি করে যে প্রেম এলো কথিত।
পৃথিবীর স্রষ্টার সৃষ্টির মানব সত্তার সবখানে তুমি হলে প্রোথিত,
তোমাকে ছাড়া রইলোনা এ দেহে আর কোন গতি তো।
তোমায় না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
এ জীবনের স্পন্দন হলে হোক রহিত
ইতিহাসের পাতায় থাকনা লেখা শায়িত।
বুভুক্ষু ভালোবাসা একজন চাহিত
হেরে গেছি স্বেচ্ছায়, কেউ নয় দায়ী তো,
হৃদয়টা হচ্ছে আমার বিষাদ সিন্ধু
পবিত্র ভালবাসায় ঝরছে রক্ত বিন্দু।
নীল নক্ষত্র. আমি পৃথিবীর ভূমিকায় ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি,
কেউ কি তোরা কোথাও আছিস
থাকলে আমায় ভালবাসিস।
এর আগেই আমি পৃথিবীর বুকে এসে ছিলাম
অগনিত ভালবেসে কতো গেলাম,..
আমি নিজেই ভালবাসার যাত্রী
খুন হয়ে যায় আমার দিন নিশি রাত্রি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৬/০১/২০১৬বেশ ভালো লাগলো, সুন্দর।
-
মোঃ জামশেদ আলম ১৬/০১/২০১৬খুবই ভালো লাগল।
-
সুদীপ দেবনাথ ১৫/০১/২০১৬দারুণ!!
-
জে এস সাব্বির ১৫/০১/২০১৬তো ত ত কেন এতো তো ?? এইটা কখনোই কবিতার সৌন্দর্য্যের ক্ষতি বিনা লাভজনক করে না ।ভবিষ্যতে নিশ্চয়ই নজর রাখবেন....
-
সাইদুর রহমান ১৫/০১/২০১৬খুব সুন্দর লিখেছেন।
-
ধ্রুব রাসেল ১৫/০১/২০১৬ভাল লাগলো। বানানের ক্ষেত্রে সতর্ক হন।
-
প্রদীপ চৌধুরী ১৫/০১/২০১৬ভালো লাগলো
-
দেবব্রত সান্যাল ১৫/০১/২০১৬তারুণ্যে স্বাগত কবি। ভালো লিখুন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন।
-
দেবব্রত সান্যাল ১২/০১/২০১৬আগে বানান ঠিক করুন ভাই , তারপর লেখা পড়া যাবে।