www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন পোড়ানো তোমার স্মৃতি

প্রকৃতির বর্ণিল আবেদনে সঁপে দেই নিজেকে
প্রাণপনে ভাবি হারিয়ে যাবো ঐ শিহরণে
তবুও পারি না, পারি না কিছুতেই ভুলতে
আততায়ী প্রিয় ঘাতকের মতো
মন পোড়ানো তোমার স্মৃতি।
যন্ত্রণার যাঁতাকলে পৌনঃপুনিক পিষ্ট আমি
ঐ পথের একাকীত্বে হঠাৎ অন্তর্মৃত্তিকা দেখি,
পথকেই টেনে নেই আপন করে
ভাবি পথই হয়তো হয়ে যাবো কোনো একদিন।
তাইতো সে পথেই তোমাকে নিয়ে
ঘোর লাগা বিকেলের শেষ প্রান্তে,
এলোমেলো হেঁটে চলেছি আমি
সঙ্গী একরাশ ক্লান্তি
আর আজন্ম একাকীত্বের সাক্ষী বয়ে চলা ঐ পথটি।
জীবনরেখা চার দেয়ালে দেখি খেয়ালী বাতাস লুকোচুরি খেলে দিকভ্রান্ত ছন্দে
স্ফটিক স্বচ্ছ আকাশে নীলিমার বড্ড বাড়াবাড়ি,
যেন প্রাচুর্যের আধিক্যে ঈষৎ বিড়ম্বিত
সবুজের অহংকার গাছের নবদ্যোম যৌবনে
আর স্মৃতিপটে পালাবদলের সরব বাণী।
প্রকৃতিপ্রেমী শোনায় সলাজ বিনয়ে
অথচ ক্লান্তি আমার যে ঘুঁচে না,
হয়তো সৃষ্টিকর্তা হাসেন দুর্মর তাচ্ছিল্যে
নিস্ফল প্রতীক্ষার খঞ্জর ভাবনাহীণ প্রহর গুণে
আমূল বিদ্ধ হবার সুখ-স্বপ্নে।
তাই সে পথে হারিয়ে গিয়েও মেটে না আমার জ্বালা
বারে বারে ফিরে আসে মন একান্ত উদাসীনতায়,
লাল সাদা চেরী ঢাকা পথ আনমনে পড়ে রয়
আমার দেহাংশের জমাটবাঁধা রক্তক্ষরণের স্ক্রিনে
খুঁজে না পায়, এতটুকু সান্ত্বনার আশ্রয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast