www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৌত্তলিকা

তোমার খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দ জোৎস্নায় দৃষ্টিদান করি,
বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শান্তিহীন অবিরাম।
তুমি কবির কবিতার অক্ষাংশ হয়ে ঘুমিয়ে থাকো
আমার ডায়েরীর প্রতিটি পাতায় পাতায়,
নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা
শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান।
কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে,
বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার।
আমার আঙ্গুলের ডগায় ডগায়
প্রতি তন্ত্রীর লৌহকনিকায়,
নীলাভ শিরায় পাতা উল্টাই ছুঁয়ে ছুঁয়ে যাই
অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে।
তোমার ঠোঁট-যুগল ললাটে ছোঁয়াই তপ্ত অধর
পরম আদরে শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার,
বন্দী রাজকন্যা সাত সমুদ্র তেরো নদী
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি পলকহীন মুগ্ধশ্রোতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০৯/১২/২০১৮
    ভালো
 
Quantcast