সৃষ্টির বৃষ্টি
মেঘবালিকা, আজ ঝরতে দাও
ঐ নীলাকাশ থেকে সৃষ্টি
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি।
তুমি কি যে বলো না
মুখে আসে যা তা
তোমার গায়ে পরতে দিব না
বৃষ্টির ফোঁটা ধরেছি ছাতা।
তুমি এমন করে বলো না
ভয় লাগে ভীষণ শুনলে তোমার কথা
তুমি ছাড়া বাঁচবো না এ জীবনে
যদি তুমি কখনো দাও ব্যথা।
তুমি যদি থাকো পাশে
রাখবো না ভালবাসার দৈন্যতা
সুখে দুঃখে দুজনই রবো একসাথে
পালিয়ে যাবে সব শূণ্যতা।
তুমি আমায় সব ভালোলাগা
মন্দ লাগায় রেখো সমতা
থাকবে ভালোবাসা অটুট মোদের
থাকবেনা ভাঙ্গনের কারো ক্ষমতা।
এসো দু'জন পণ করি
হারাবো না কখনো ধীরতা
লাগবে না অধিক কিছু
যদি দু'জনার মাঝে থাকে হৃষ্টতা।
ঐ নীলাকাশ থেকে সৃষ্টি
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি।
তুমি কি যে বলো না
মুখে আসে যা তা
তোমার গায়ে পরতে দিব না
বৃষ্টির ফোঁটা ধরেছি ছাতা।
তুমি এমন করে বলো না
ভয় লাগে ভীষণ শুনলে তোমার কথা
তুমি ছাড়া বাঁচবো না এ জীবনে
যদি তুমি কখনো দাও ব্যথা।
তুমি যদি থাকো পাশে
রাখবো না ভালবাসার দৈন্যতা
সুখে দুঃখে দুজনই রবো একসাথে
পালিয়ে যাবে সব শূণ্যতা।
তুমি আমায় সব ভালোলাগা
মন্দ লাগায় রেখো সমতা
থাকবে ভালোবাসা অটুট মোদের
থাকবেনা ভাঙ্গনের কারো ক্ষমতা।
এসো দু'জন পণ করি
হারাবো না কখনো ধীরতা
লাগবে না অধিক কিছু
যদি দু'জনার মাঝে থাকে হৃষ্টতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাহুল শীল(হুসবসার) ১৮/১১/২০১৮বাহ্। দারুন
-
পি পি আলী আকবর ১৮/১১/২০১৮সুন্দর