মনিরুজ্জামান/জীবন
মনিরুজ্জামান/জীবন -এর ব্লগ
-
প্রকৃতির বর্ণিল আবেদনে সঁপে দেই নিজেকে
প্রাণপনে ভাবি হারিয়ে যাবো ঐ শিহরণে
তবুও পারি না, পারি না কিছুতেই ভুলতে
আততায়ী প্রিয় ঘাতকের মতো [বিস্তারিত] -
মেঘবালিকা আমি তোমার ভালোবাসার
ললিত-ললাটে চিহ্ন মেখে,
আমি তোমারই অপেক্ষায়
হিমালয় পর্বতের সীমাহীন পথে দাঁড়িয়ে ; [বিস্তারিত] -
স্বপ্নেরই খেলাঘর
তুমি ভেঙ্গেচুড়ে এক নিমিষেই
বৈশাখেরই কালো ঝর।
শুধুই দেখি চেয়ে চেয়ে [বিস্তারিত] -
তোমার খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দ জোৎস্নায় দৃষ্টিদান করি,
বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শান্তিহীন অবিরাম। [বিস্তারিত] -
ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে দিয়ে তুমি,
দিবে কাকে স্বপ্ন বিলিয়ে?
চিলেকোঠার কার্ণিশে পড়ে থাকা
স্বপ্নগুলো, [বিস্তারিত] -
নববধূর বিয়েটা তো লাগছে বেশ
চৈত্রের চৈতন্য এই বছরে,
সুখী হও দুজনেই, ডিসিশন শেয়ারে।
সুন্দর ফিজিক্যাল রিলেশন [বিস্তারিত] -
সবই এখন টের পাই গভীর সময়ের মাঝে একটি শূন্যতা,
দীর্ঘশ্বাসে দোলে বাতাসে বাতাসে দীর্ঘ রাত্রি।
গোধূলী শেষে একাকী সন্ধ্যার ভেতর তুমি ছাড়া, আগুনরাঙ্গা যে এতো হাহাকার থাকে
সে তো কখনো বোঝাই হতোনা। [বিস্তারিত] -
কষ্টার্জিত কষ্টিপাথরের নোনতা জলে
অঝোরে এক নদী,
এই মন হালকা হতো
দেখাতে পারতাম যদি। [বিস্তারিত] -
(আ)
আমি কাব্য লিখবো স্বজন প্রীতি আসরে
কাব্য হবে লিখবো যা সব
হব কাব্য কবি। [বিস্তারিত] -
কষ্ট নামের যন্ত্রণাকে বিষাক্ত ক্যাকটাসের মতো
বুকে বেঁধে রেখেছি,
স্পর্শ কাতরে দু'হাত ভুলিয়ে আমাকে ছুঁয়ো না
আমি জলন্ত অঙ্গার, আমার অগ্নিকুণ্ডের দহনে তোমার দেহাংশ জ্বলে পুড়ে হবে ছারখার। [বিস্তারিত] -
অপেক্ষায় থাকি শুধু বেলা অবেলায়
হৃদয়ের ডাক কানে কি তোমার পৌঁছায়।
আমায় ডাকো তুমি মনে মনে
আমায় নিয়ে হারাতে চাও ঐ দূরের বনে। [বিস্তারিত] -
তুমি ইচ্ছে করলে হতে পারতে,
প্রিয় কবি কাজী নজরুল
ইসলামের শিরোনামে লেখা
সমগ্র কবিতার লেখা বই। [বিস্তারিত] -
গ্রীষ্মের দুর্দান্ত দুপুরে প্রচন্ড দাবদাহে
সু-শীতল ছায়ার সন্ধানে
হেঁটে চলে দীর্ঘায়তন মেঠোপথ
ঘর্মাক্ত ক্লান্তিহীন তৃষ্ণার্ত পথিক, [বিস্তারিত] -
কবির কবিতার প্রতিলিপি
অক্ষরে অক্ষরে তোমাকে চায়,
কবির ভাঁজ খোলা
প্রিয় ডায়েরিটা ছাড়া চলা দায়। [বিস্তারিত] -
মেঘবালিকা, আজ ঝরতে দাও
ঐ নীলাকাশ থেকে সৃষ্টি
তুমি ধরো না ছাতা
এ যে ভালবাসার বৃষ্টি। [বিস্তারিত]
- ১
- ২