অপরাধী
নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয় –
বিশ্বাস করো আমি কোন অপরাধ করতে চাইনি,
অপরাধী হতে চাইনি ।
আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি ,
সুখের পসরা সাজিয়ে আনতে চেয়েছি তোমার চোখের সামনে ।
বিশ্বাস করো আমি তোমাকে অনধিকার বলে
স্পর্শ করতে চাইনি কোনদিন ।
ভেবেছিলাম সেটা আমার অধিকার।
আমার জন্য জায়েয ।
মনে পড়ে তোমার? একবার বলেছিলাম-
“যদি তোমাকে স্পর্শ করতেই হয় তবে অনুমুতি নিয়েই করব” ।
তুমি বলেছিলে “আমাকে স্পর্শ করার জন্য তুমার কোন অনুমুতি লাগবে না” ।
আমি তো ভুলেই গেছিলাম-
সময় পালটায় ,
সাথে পালটায় মানুষের আবেগ , অনুভূতি আর কথাগুলো ।
তোমার জন্য আমার বুকটা বালিশ হতে চেয়েছিলো,
সাত সাতটি স্বর্গ রিজার্ভ করতে চেয়েছিলাম তোমার জন্য ।
শুনেছিলাম ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষকে স্পর্শ
করার জন্য প্রাণ উতলা হয়ে উঠে ।
আমিও কি মানুষ নয়??
যাকগে অপরাধীর শাস্তি তো হবেই,
অপরাধী অনেক ধরণের হয়-
কেউ শাস্তি শেষে অপরাধ ভুলে যায় ,
আবার কেউ তুখোড় অপরাধী হয়ে উঠে ।
আমার অপরাধটা যে অপরাধ সেটা আগে জানলে
হয়তো অপরাধ শব্দটাই মুছে দিতাম ।
যাকগে , অপরাধেরর শাস্তিস্বরূপ মৃত্যুদন্ড দিতে পারতে,
তাই বলে ডিরেক্ট কসম??
এটাই কি তীব্র অপমান নয়?
নাকি শাস্তি?
নাকি এটাই ভালোবাসার উপহার???
বিশ্বাস করো আমি কোন অপরাধ করতে চাইনি,
অপরাধী হতে চাইনি ।
আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি ,
সুখের পসরা সাজিয়ে আনতে চেয়েছি তোমার চোখের সামনে ।
বিশ্বাস করো আমি তোমাকে অনধিকার বলে
স্পর্শ করতে চাইনি কোনদিন ।
ভেবেছিলাম সেটা আমার অধিকার।
আমার জন্য জায়েয ।
মনে পড়ে তোমার? একবার বলেছিলাম-
“যদি তোমাকে স্পর্শ করতেই হয় তবে অনুমুতি নিয়েই করব” ।
তুমি বলেছিলে “আমাকে স্পর্শ করার জন্য তুমার কোন অনুমুতি লাগবে না” ।
আমি তো ভুলেই গেছিলাম-
সময় পালটায় ,
সাথে পালটায় মানুষের আবেগ , অনুভূতি আর কথাগুলো ।
তোমার জন্য আমার বুকটা বালিশ হতে চেয়েছিলো,
সাত সাতটি স্বর্গ রিজার্ভ করতে চেয়েছিলাম তোমার জন্য ।
শুনেছিলাম ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষকে স্পর্শ
করার জন্য প্রাণ উতলা হয়ে উঠে ।
আমিও কি মানুষ নয়??
যাকগে অপরাধীর শাস্তি তো হবেই,
অপরাধী অনেক ধরণের হয়-
কেউ শাস্তি শেষে অপরাধ ভুলে যায় ,
আবার কেউ তুখোড় অপরাধী হয়ে উঠে ।
আমার অপরাধটা যে অপরাধ সেটা আগে জানলে
হয়তো অপরাধ শব্দটাই মুছে দিতাম ।
যাকগে , অপরাধেরর শাস্তিস্বরূপ মৃত্যুদন্ড দিতে পারতে,
তাই বলে ডিরেক্ট কসম??
এটাই কি তীব্র অপমান নয়?
নাকি শাস্তি?
নাকি এটাই ভালোবাসার উপহার???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৯/২০১৭খুব সুন্দর
-
সমির প্রামাণিক ২১/০৯/২০১৭ভালোবাসা এমনই। পেলেও যন্ত্রণা না পেলেও কষ্ট। অপরাধ বোধ কাজ করে যায় অপরাধীর মতো। বেশ ভালো। শুভেচ্ছা রইলো।
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০১৭মোটামুটি ঠিকঠাক লেগেছে।আরো ভাল আশা করছি।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/০৯/২০১৭সুন্দর
-
আজাদ আলী ২১/০৯/২০১৭Eki Rag naki Anurag ? Thanks