www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরাধী

নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয় –
বিশ্বাস করো আমি কোন অপরাধ করতে চাইনি,
অপরাধী হতে চাইনি ।
আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি ,
সুখের পসরা সাজিয়ে আনতে চেয়েছি তোমার চোখের সামনে ।
বিশ্বাস করো আমি তোমাকে অনধিকার বলে
স্পর্শ করতে চাইনি কোনদিন ।
ভেবেছিলাম সেটা আমার অধিকার।
আমার জন্য জায়েয ।
মনে পড়ে তোমার? একবার বলেছিলাম-
“যদি তোমাকে স্পর্শ করতেই হয় তবে অনুমুতি নিয়েই করব” ।
তুমি বলেছিলে “আমাকে স্পর্শ করার জন্য তুমার কোন অনুমুতি লাগবে না” ।
আমি তো ভুলেই গেছিলাম-
সময় পালটায় ,
সাথে পালটায় মানুষের আবেগ , অনুভূতি আর কথাগুলো ।
তোমার জন্য আমার বুকটা বালিশ হতে চেয়েছিলো,
সাত সাতটি স্বর্গ রিজার্ভ করতে চেয়েছিলাম তোমার জন্য ।
শুনেছিলাম ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষকে স্পর্শ
করার জন্য প্রাণ উতলা হয়ে উঠে ।
আমিও কি মানুষ নয়??

যাকগে অপরাধীর শাস্তি তো হবেই,
অপরাধী অনেক ধরণের হয়-
কেউ শাস্তি শেষে অপরাধ ভুলে যায় ,
আবার কেউ তুখোড় অপরাধী হয়ে উঠে ।
আমার অপরাধটা যে অপরাধ সেটা আগে জানলে
হয়তো অপরাধ শব্দটাই মুছে দিতাম ।

যাকগে , অপরাধেরর শাস্তিস্বরূপ মৃত্যুদন্ড দিতে পারতে,
তাই বলে ডিরেক্ট কসম??
এটাই কি তীব্র অপমান নয়?
নাকি শাস্তি?
নাকি এটাই ভালোবাসার উপহার???
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast