একলা
আজকাল বড্ড বেশি একলা লাগে-
সদ্যজাত শিশুর মতো পৃথিবীর
সবকিছু কেমন অচেনা লাগে ;
নিরন্তর মরুভূমিতে হঠাত বেড়ে ওঠা
একটি ক্যাকটাস যেমন
অফুরান উত্তপ্ত বালিরাশির বুক চিরে চিরে-
একফোঁটা পানির তরে ব্যাকুল হয়ে পড়ে;
আমার প্রাণও আজ তোমাকে দেখার
তৃষ্ণায় মুমূর্ষু ।
ইট-পাথর জরা আর যান্ত্রিক জীবন
চন্দ্রগ্রহণের মতো আমার প্রাণও
গিলে ফেলেছে নব্বই শতাংশ ।
আজ প্রাণ ব্যাকুল হয়ে আছে তোমার প্রতীক্ষায় –
তোমার হাতটি ধরে হাঁটবো
তেপান্তরের মাঠে ;
তুমি আমাকে ভালোবাসার গান শুনাবে
আর আমি শুনাবো কবিতা ।
মাঝে মাঝে হাওয়ার মাঝে শিষ দিয়ে যাবে
এক চিলতে স্বর্গসুখ ।।
আর আমি তোমার কোলে মাথা রেখে
প্রাণভরে সজীব নিঃশ্বাস নিবো ,
জোনাকির আলোয় বুনবো বেঁচে থাকার স্বপন ।
সদ্যজাত শিশুর মতো পৃথিবীর
সবকিছু কেমন অচেনা লাগে ;
নিরন্তর মরুভূমিতে হঠাত বেড়ে ওঠা
একটি ক্যাকটাস যেমন
অফুরান উত্তপ্ত বালিরাশির বুক চিরে চিরে-
একফোঁটা পানির তরে ব্যাকুল হয়ে পড়ে;
আমার প্রাণও আজ তোমাকে দেখার
তৃষ্ণায় মুমূর্ষু ।
ইট-পাথর জরা আর যান্ত্রিক জীবন
চন্দ্রগ্রহণের মতো আমার প্রাণও
গিলে ফেলেছে নব্বই শতাংশ ।
আজ প্রাণ ব্যাকুল হয়ে আছে তোমার প্রতীক্ষায় –
তোমার হাতটি ধরে হাঁটবো
তেপান্তরের মাঠে ;
তুমি আমাকে ভালোবাসার গান শুনাবে
আর আমি শুনাবো কবিতা ।
মাঝে মাঝে হাওয়ার মাঝে শিষ দিয়ে যাবে
এক চিলতে স্বর্গসুখ ।।
আর আমি তোমার কোলে মাথা রেখে
প্রাণভরে সজীব নিঃশ্বাস নিবো ,
জোনাকির আলোয় বুনবো বেঁচে থাকার স্বপন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ০৮/০৮/২০১৭Valo