www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীর্ণ স্মৃতি

দশ মাস হয়ে এল দেখিনি তোমায়-
চিঠিটা আজও থাকে ব্যাগের কোণায়৷
ফুলগুলো মরে গেছে অনেক আগেই-
শুকনো পাপড়ি আর ডাটা এখনো আমার পাশেই৷
কবিতাগুলো আর নেই- দু'একটি শব্দ মনে পড়ে় যায়-
প্রমত্ত ক্রোধে সেদিন পুড়িয়েছি কেরোসিন শিখায়৷
হঠাৎ করেই একখানা ছবি চোখের সামনে এলো,
আর স্মৃতির পৃষ্ঠাগুলো কেমন এলোমেলো হয়ে গেল৷
পরনে লাল শাড়ী, জারবেরা ফুল গাঁথা খোপায়,
দখিনা হাওয়ার সব সুবাস এসে লাগছে গায়৷
তোমায় দেখে বৃষ্টির ঠিকানা হয়েছে ভুল,
তাই দেখে খোলা মাঠে পডে আছে ফুল৷
আর তার কাটা এসে বিধেছে আমার হৃদপিন্ডের ভিতর-
যতবার দেখছি- বাজ পড়ছে মাথার উপর৷৷
আজ জীবন সুর হারিয়েছে-
কবিতাগুলো ছন্দ হারিয়েছে৷৷
জীবন হয়েছে বৈশাখী দুপুর-
হয়ত এভাবেই চলব বহুদূর৷৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast