হারানো দিনগুলো
ইদানিং কেমন জানি শৈশবকে খুব বেশি মনে পড়ে।
মনে পড়ে ছোটবেলার সেই পুরোনো বন্ধুদের কথা।
মনে পড়ে ফেলা আসা সহস্র স্মৃতিময় সেই স্কুল আঙিনা।
স্কুলের পাশের সেই খেলার মাঠ।
খুব বেশি মনে পড়ে বন্ধুদের ঝগড়া, রাগ, অভিমান।
কালের নিষ্টুর স্রোতের ধাক্কায় কে কোথায় আজ জানি না।
জানি না কে কেমন আছে!
বেঁচে আছে কিনা তাও জানি না!
মনে মনে ভাবি কখনো কি সেই বন্ধুদের সাক্ষাৎ পাবো?
আর তারা কি আমাকে চিনতে পারবেন?
কারণ. সময়ের সাথে সাথে বদলে গেছি আমি।
বদলে গেলে আমার দিন কাল।
আমি তো এক ভিন্ন জগতে চলে গেছি।
দোয়া করি ভালো থাকিস তোরা!
মনে পড়ে ছোটবেলার সেই পুরোনো বন্ধুদের কথা।
মনে পড়ে ফেলা আসা সহস্র স্মৃতিময় সেই স্কুল আঙিনা।
স্কুলের পাশের সেই খেলার মাঠ।
খুব বেশি মনে পড়ে বন্ধুদের ঝগড়া, রাগ, অভিমান।
কালের নিষ্টুর স্রোতের ধাক্কায় কে কোথায় আজ জানি না।
জানি না কে কেমন আছে!
বেঁচে আছে কিনা তাও জানি না!
মনে মনে ভাবি কখনো কি সেই বন্ধুদের সাক্ষাৎ পাবো?
আর তারা কি আমাকে চিনতে পারবেন?
কারণ. সময়ের সাথে সাথে বদলে গেছি আমি।
বদলে গেলে আমার দিন কাল।
আমি তো এক ভিন্ন জগতে চলে গেছি।
দোয়া করি ভালো থাকিস তোরা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আফরান মোল্লা ১৩/১০/২০১৪আমিন॥