আলোর বাঁধন টুটে
পুব রাঙিয়ে সূর্য এসে
করলো আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগলো বনে সাড়া!
মৃদু মন্দ হিম বাতাসে
আলতো কোমল পরশ,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তাদানা সরস!
সদ্য ফোটা ফুল-কলিদের
মুগ্ধ করা ঘ্রাণে,
দোলা লাগে হলদে রঙা
প্রজাপতির প্রাণে!
রেণুর খোঁজে মৌমাছিদের
এক নাগাড়ে ছোটে
রাতের শেষে চুপটি করে
আলোর বাঁধন টুটে।
রং তুলি-০৮
করলো আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগলো বনে সাড়া!
মৃদু মন্দ হিম বাতাসে
আলতো কোমল পরশ,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তাদানা সরস!
সদ্য ফোটা ফুল-কলিদের
মুগ্ধ করা ঘ্রাণে,
দোলা লাগে হলদে রঙা
প্রজাপতির প্রাণে!
রেণুর খোঁজে মৌমাছিদের
এক নাগাড়ে ছোটে
রাতের শেষে চুপটি করে
আলোর বাঁধন টুটে।
রং তুলি-০৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৯/০৬/২০১৪অনবদ্য একটি কাব্য