পাকা আম কালো জাম
রসে ভরা পাকা আম
দোল্ দোল্ দোল্ খায়,
আম খেয়ে খোকা-খুকি
গুন গুন গান গায়!
কাঁচা পাকা কালো জাম
গাছের ঐ ডালে,
জাম খেয়ে খোকা-খুকি
রং মাখে গালে!
আম গাছে জাম গাছে
পাখিদের মেলা বসে,
আম খায় জাম খায়
ঠোঁট ভিজে তাজা রসে!
দোল্ দোল্ দোল্ খায়,
আম খেয়ে খোকা-খুকি
গুন গুন গান গায়!
কাঁচা পাকা কালো জাম
গাছের ঐ ডালে,
জাম খেয়ে খোকা-খুকি
রং মাখে গালে!
আম গাছে জাম গাছে
পাখিদের মেলা বসে,
আম খায় জাম খায়
ঠোঁট ভিজে তাজা রসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৪/০৬/২০১৪ভাল লাগল...
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪সুন্দর ছড়া
-
Mahfuza Sultana ২৮/০৫/২০১৪nice.valo laglo.
-
কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪"সংবাদ" বিভাগে
"এডমিন এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি" নামক একটি ব্লগ লিখেছি। যেখানে "তারুণ্য"কে কীভাবে আরো জমজমাট ও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সকল ব্লগারদের মূল্যবান মতামত চাওয়া হয়েছে। উক্ত ব্লগে এডমিন নিজেই আমাদের অর্থাৎ সকল ব্লগারদের মতামত চেয়েছেন।
তাই আপনার মূল্যবান মতামত আশা করছে "তারুণ্য"।
ধন্যবাদ। -
এস,বি, (পিটুল) ০৮/০৫/২০১৪আবারো পড়লাম আপনার কবতিা
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৫/২০১৪ভালোবাসা বন্ধু....
-
কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪শুধুই আম আর জাম,
যদি এখন খেতে পারতাম!!! -
এস,বি, (পিটুল) ০৪/০৫/২০১৪valo laglo