খরতাপ
কাঁশফুল, ঘাসফুল
বাতাসে খায় দোল।
ছায়া দেয় আকাশের
সাদা সাদা মেঘফুল!
ছায়া দেয় বটগাছ
ছায়া দেয় ঝাঁউগাছ
মাথা তুলে দাঁড়িয়ে,
হিম বায়ু ছুটে যায়
বাঁশঝাড় মাড়িয়ে।
খোলা মাঠ খেয়া ঘাট
সবখানে রোদ্দুর,
চারদিকে খরতাপ
গরমে ভরপুর।
বাতাসে খায় দোল।
ছায়া দেয় আকাশের
সাদা সাদা মেঘফুল!
ছায়া দেয় বটগাছ
ছায়া দেয় ঝাঁউগাছ
মাথা তুলে দাঁড়িয়ে,
হিম বায়ু ছুটে যায়
বাঁশঝাড় মাড়িয়ে।
খোলা মাঠ খেয়া ঘাট
সবখানে রোদ্দুর,
চারদিকে খরতাপ
গরমে ভরপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জোছনা ভেজা মন ০৭/০৫/২০১৪ভালো লাগলো
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৫/২০১৪good !
-
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪Sundor laglo apnar kobita
-
আহমাদ সাজিদ ০৩/০৫/২০১৪এরই মাঝে কখন না জানি
লাগবে টানাটানি
লাগবে কান্নার ধুম
ভালবাসা-বাসি, পড়বে ফাঁসি
নিভে যাবে হাসি
হয়ে যাবে গুম