অযাচিত উচ্ছ্বাস
কলকল সুর তুলে
নদী বয়ে যায়,
একেঁ বেকেঁ সাগরের
মিশে মোহনায়!
আকাশের নীল ছাদ
পানিতে শুয়ে,
নীল মুখখানী যেন
নেয় সে ধুয়ে!
কাশবনে কাশফুল
সাদা সাদা ফোটে,
বয়ে যাওয়া বাতাসে
মৃদু দোলে উঠে!
নড়ে উঠে বাঁশঝাড়
পাতা শনশন,
অযাচিত উচ্ছ্বাসে
কাঁপে এই মন!
নদী বয়ে যায়,
একেঁ বেকেঁ সাগরের
মিশে মোহনায়!
আকাশের নীল ছাদ
পানিতে শুয়ে,
নীল মুখখানী যেন
নেয় সে ধুয়ে!
কাশবনে কাশফুল
সাদা সাদা ফোটে,
বয়ে যাওয়া বাতাসে
মৃদু দোলে উঠে!
নড়ে উঠে বাঁশঝাড়
পাতা শনশন,
অযাচিত উচ্ছ্বাসে
কাঁপে এই মন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪ভালই
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪শুভ কামনা রইলো !
-
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪sundor