যে ঘুড়িটা
যে ঘুড়িটা উড়ছে এখন
আকাশে,
সে ঘুড়িটা হয়ে যাবে
ফ্যাঁকাশে।
মুক্ত হাওয়ায় ঘুরবে না আর
আনমনে,
খুশির ছোঁয়া লাগবে না আর
তার মনে!
ঘুড়ির গায়ে ধুলো-বালি
করবে বাস,
উঁইপোকারা আনবে টেনে
সর্বনাশ!
ঘুড়ির মালিক থাকবে যথন
নীরবে
মাটির ঘরে!তখন ঘুড়ির কী হবে??
আকাশে,
সে ঘুড়িটা হয়ে যাবে
ফ্যাঁকাশে।
মুক্ত হাওয়ায় ঘুরবে না আর
আনমনে,
খুশির ছোঁয়া লাগবে না আর
তার মনে!
ঘুড়ির গায়ে ধুলো-বালি
করবে বাস,
উঁইপোকারা আনবে টেনে
সর্বনাশ!
ঘুড়ির মালিক থাকবে যথন
নীরবে
মাটির ঘরে!তখন ঘুড়ির কী হবে??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪ছন্দের ছড়াছড়ি। খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতা খানি পড়ে।
-
সফিউল্লাহ আনসারী ০২/০৫/২০১৪ভালো লেগেছে
-
এস,বি, (পিটুল) ০২/০৫/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার আমন্ত্রন জানাই।
-
ফাহমিদা ফাম্মী ০২/০৫/২০১৪valo laglo.....