তুষাতুলি মেয়েটি
এই ছড়াটি হাসি খুশি
সেই মেয়েটির নামে,
মুক্ত হাওয়ায় উড়িয়ে দিলাম
একটি হলুদ খামে!
সেই মেয়েটির ঠোঁটের কোনে
থাকতো ঝুলে হাসি.
ঠোঁটের ফাকে দিতো উঁকি
মুক্তা রাশি রাশি!
আকাশ বুকের নীলটুকু সব
দেখি তারই চোখে,
অচিন মায়ার ছোঁয়া দেখি
তারই সারা মুখে।
প্রবাসী সেই মিষ্টি মেয়ের
নামটা তুষাতুলি,
মহা আনন্দে যাচ্ছে কেটে
তারাই দিনগুলি!
সেই মেয়েটির নামে,
মুক্ত হাওয়ায় উড়িয়ে দিলাম
একটি হলুদ খামে!
সেই মেয়েটির ঠোঁটের কোনে
থাকতো ঝুলে হাসি.
ঠোঁটের ফাকে দিতো উঁকি
মুক্তা রাশি রাশি!
আকাশ বুকের নীলটুকু সব
দেখি তারই চোখে,
অচিন মায়ার ছোঁয়া দেখি
তারই সারা মুখে।
প্রবাসী সেই মিষ্টি মেয়ের
নামটা তুষাতুলি,
মহা আনন্দে যাচ্ছে কেটে
তারাই দিনগুলি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০২/০৫/২০১৪
-
এস,বি, (পিটুল) ০১/০৫/২০১৪valo laglo
suvechha