এই বৈশাখে
আজ এই বৈশাখে,
আকাশে মেঘ ডাকে;
গম্ভীর সূরে,
এলোমেলো ঘোরে
কালো মেঘ আসমানে
আকাশের মাঝখানে!
ছুটে যাওয়া বায়ুতে;
শিরশির পাতা নড়ে
টুপটাপ জল পড়ে
ভিজে যায় মাটি,
কাঁপন জাগে স্নায়ুতে;
কর্কশ দিয়ে কাশি
আসমানে মেঘরাশি
করে হাঁটাহাঁটি!!
আকাশে মেঘ ডাকে;
গম্ভীর সূরে,
এলোমেলো ঘোরে
কালো মেঘ আসমানে
আকাশের মাঝখানে!
ছুটে যাওয়া বায়ুতে;
শিরশির পাতা নড়ে
টুপটাপ জল পড়ে
ভিজে যায় মাটি,
কাঁপন জাগে স্নায়ুতে;
কর্কশ দিয়ে কাশি
আসমানে মেঘরাশি
করে হাঁটাহাঁটি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।