ভর দুপুরে
ভর দুপুরে রোদের খেলা
সবুজ লতা-পাতায়,
ঘাসফড়িংয়ের নাচানাচি
দেখি ঘাসের মাথায়।
আম বাগানে মৌমাছিদের
জমছে নতুন খেলা,
মেঘ পরীরা হাতি সাজে
কখনো বা ভেলা!
মাঠের কোণে গাছের
ছায়ায়
রাখাল বাজায় বাশি,
ঘামে ভেজা তাদের মুখে
অচিন মায়ার হাসি।
সবুজ লতা-পাতায়,
ঘাসফড়িংয়ের নাচানাচি
দেখি ঘাসের মাথায়।
আম বাগানে মৌমাছিদের
জমছে নতুন খেলা,
মেঘ পরীরা হাতি সাজে
কখনো বা ভেলা!
মাঠের কোণে গাছের
ছায়ায়
রাখাল বাজায় বাশি,
ঘামে ভেজা তাদের মুখে
অচিন মায়ার হাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪valo laglo
-
আহমদ বিন নুরুল ইসলাম ০৫/০৫/২০১৪খুব সুন্দর হয়েছে ।
-
সফিউল্লাহ আনসারী ০৮/০৪/২০১৪সুন্দর !খুব ভালো লাগল...
-
সফিউল্লাহ আনসারী ০৮/০৪/২০১৪সুন্দর অনুভূতি, খুব ভালো লাগল...