করুণ দৃশ্য
বাগান ভরা ফুলের মেলা
ছিলো শত কলি,
ফুলের ঘ্রাণে পাগল হয়ে
আসতো উড়ে অলি।
ফুলের রেণু
মাখতো গায়ে
রাঙ্গা হতো ডানা,
উড়ে এসে ফুলের মুখে
হঠাৎ দিতো হানা।
রাতের
শেষে প্রস্ফুটিত
ফুল ছড়াতো সুভাস,
বিশ্বটাকে সুভাসিত
করতো ভোরের বাতাস।
একে একে দিন
কেটে যায়
আসতো ঘোরে বছর,
দিনে দিনে কমতে থাকে
ফুল বাগানের কদর।
সুযোগ
পেয়ে পরগাছারা
করলো বাগান দখল,
সয়ে গেলো ফুলগাছেরা
তাদের জুলুম সকল।
অবশেষে হারিয়ে গেলো
মিলিয়ে গেলো ঘ্রাণ,
অলির গানে মুখরিত
হয় না ফুলের বাগান।
এখন দেখি ফুল বাগানে
নেই তো ফুলের চিহ্ন,
ফুলের বাগান
ব্যতিরেকে
পরিবেশটাই ভিন্ন।
ছিলো শত কলি,
ফুলের ঘ্রাণে পাগল হয়ে
আসতো উড়ে অলি।
ফুলের রেণু
মাখতো গায়ে
রাঙ্গা হতো ডানা,
উড়ে এসে ফুলের মুখে
হঠাৎ দিতো হানা।
রাতের
শেষে প্রস্ফুটিত
ফুল ছড়াতো সুভাস,
বিশ্বটাকে সুভাসিত
করতো ভোরের বাতাস।
একে একে দিন
কেটে যায়
আসতো ঘোরে বছর,
দিনে দিনে কমতে থাকে
ফুল বাগানের কদর।
সুযোগ
পেয়ে পরগাছারা
করলো বাগান দখল,
সয়ে গেলো ফুলগাছেরা
তাদের জুলুম সকল।
অবশেষে হারিয়ে গেলো
মিলিয়ে গেলো ঘ্রাণ,
অলির গানে মুখরিত
হয় না ফুলের বাগান।
এখন দেখি ফুল বাগানে
নেই তো ফুলের চিহ্ন,
ফুলের বাগান
ব্যতিরেকে
পরিবেশটাই ভিন্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।