ওহে প্রজাপতি
ওহে প্রজাপতি!
বলবে আমায়? কে দিয়েছে
চোখ জুড়ানো রূপ যে তোমায়।
নীল ডানাটা মেলে একা
আপন মনে যাচ্ছো কোথায়।
চলতে পথে থমকে দাঁড়াই
তোমার পানে হাতটা বাড়াই
একটু ছোঁয়ে দিতে,
তোমার সঙ্গি হতে।
মনটা আমার হয় যে ব্যকুল
হয় যে পাগলপারা,
তোমার সঙ্গ ছাড়া!
তুমি আমার সঙ্গি হবে
পাশে রবে সুখে দুখে?
একটু করে চেয়ে দেখো
কত রঙ্গিন স্বপ্ন চোখে!
রং তুলি- ০৯
বলবে আমায়? কে দিয়েছে
চোখ জুড়ানো রূপ যে তোমায়।
নীল ডানাটা মেলে একা
আপন মনে যাচ্ছো কোথায়।
চলতে পথে থমকে দাঁড়াই
তোমার পানে হাতটা বাড়াই
একটু ছোঁয়ে দিতে,
তোমার সঙ্গি হতে।
মনটা আমার হয় যে ব্যকুল
হয় যে পাগলপারা,
তোমার সঙ্গ ছাড়া!
তুমি আমার সঙ্গি হবে
পাশে রবে সুখে দুখে?
একটু করে চেয়ে দেখো
কত রঙ্গিন স্বপ্ন চোখে!
রং তুলি- ০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব সিংহ ০২/০৪/২০১৪
চারিদিকে আমার
জানি না কোথায় চলিয়া গিয়াছে
ছাড়িয়া হেথায় আমায়
কবি, ভালো লাগিল আপনার কবিতা
তবু, তাঁরা যে চলিয়া গিয়াছে
তাই আসে না কল্পনা আর এই মনে তাকে নিয়ে আমার।