মুগ্ধ আমি
সবুজ দেশে বসত আমার
সবুজ দেশে বাড়ি,
সবুজ দেশে ফুল পাখিদের
গায়ে সবুজ শাড়ি।
মাথার উপর নীলচে আকাশ
নীরব হয়ে থাকে,
সূয্যিমামা সোনালি রোদ
তার আঁচলে মাখে।
ডানা মেলে যায় উড়ে ঐ
মুক্ত স্বাধীন পাখি,
এ সব দেখে মুগ্ধ আমি
মুগ্ধ আমার আঁখি।
রং তুলি-১০
সবুজ দেশে বাড়ি,
সবুজ দেশে ফুল পাখিদের
গায়ে সবুজ শাড়ি।
মাথার উপর নীলচে আকাশ
নীরব হয়ে থাকে,
সূয্যিমামা সোনালি রোদ
তার আঁচলে মাখে।
ডানা মেলে যায় উড়ে ঐ
মুক্ত স্বাধীন পাখি,
এ সব দেখে মুগ্ধ আমি
মুগ্ধ আমার আঁখি।
রং তুলি-১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব সিংহ ০২/০৪/২০১৪
তাই তো ভালো লাগল কবি।