কলম তুমি
"কলম" তুমি মুক্ত-স্বাধীন
নেই তো কোন বন্ধন,
"কলম" তুমি প্রকাশ করো
মজলুমানের ক্রন্দন!
"কলম" তুমি আঁকতে
পারো
নির্যাতনের চিত্র,
"কলম" তুমি দাও বলে
দাও
কে শত্রু ? কে মিত্র?!
"কলম" তুমি বীরের মত
লড়তে জানো! জানি,
পারো তুমি মুছে দিতে
সকল দুঃখ গ্লানি!
"কলম" তুমি অস্ত্র হয়ে
সবার হাতে থেকো,
জয়ী হওয়ার স্বপ্ন-দানা
মুঠে পুরে রেখো!
নেই তো কোন বন্ধন,
"কলম" তুমি প্রকাশ করো
মজলুমানের ক্রন্দন!
"কলম" তুমি আঁকতে
পারো
নির্যাতনের চিত্র,
"কলম" তুমি দাও বলে
দাও
কে শত্রু ? কে মিত্র?!
"কলম" তুমি বীরের মত
লড়তে জানো! জানি,
পারো তুমি মুছে দিতে
সকল দুঃখ গ্লানি!
"কলম" তুমি অস্ত্র হয়ে
সবার হাতে থেকো,
জয়ী হওয়ার স্বপ্ন-দানা
মুঠে পুরে রেখো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।