স্বপ্ন দেশে
স্বপ্ন দেশে বসতবাড়ি
স্বপ্ন দেশে বিচরণ,
কত্ত ভালো স্বপ্নপরী
ভালো তাদের আচরন।
চোখ জুড়ানো স্বপ্ন দেখে
মনটা হলো মুগ্ধ,
নেই সেখানে দুঃখ বিষাদ
নেই লড়াই ও যুদ্ধ!
স্বপ্নেরা সব মিলেমিশে
থাকে একই সাথে,
স্বপ্ন দেশে যেতে পারো
দিনে কিংবা রাতে!
মায়ার জালে বন্দী করে
রাখবে নরম বুকে,
সূখ-পাখীরা চুমু খাবে
তোমার চোখে মুখে!
যাবে বন্ধু যাবে তুমি
স্বপ্ন দেশে যাবে,
স্বপ্ন দেশে নতুন রূপে
আমায় খোঁজে পাবে!
স্বপ্ন দেশে বিচরণ,
কত্ত ভালো স্বপ্নপরী
ভালো তাদের আচরন।
চোখ জুড়ানো স্বপ্ন দেখে
মনটা হলো মুগ্ধ,
নেই সেখানে দুঃখ বিষাদ
নেই লড়াই ও যুদ্ধ!
স্বপ্নেরা সব মিলেমিশে
থাকে একই সাথে,
স্বপ্ন দেশে যেতে পারো
দিনে কিংবা রাতে!
মায়ার জালে বন্দী করে
রাখবে নরম বুকে,
সূখ-পাখীরা চুমু খাবে
তোমার চোখে মুখে!
যাবে বন্ধু যাবে তুমি
স্বপ্ন দেশে যাবে,
স্বপ্ন দেশে নতুন রূপে
আমায় খোঁজে পাবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।