জীবন আমাদের
দিন কেটে রাত আসে
রাত শেষে ভোর,
সকাল বেলায় ভোরের
আলো
আধাঁর করে দূর।
সকাল কাটে অলসতায়
হেলায় খেলায় দুপুর,
সন্ধ্যা হলে সূর্য্য ডোবে
বাজিয়ে বিদায় সুর।
দিনের আলো বিলিন হয়ে
আসে আধাঁর রাতের,
এমনি করে যাচ্ছে কেটে
জীবন আমাদের।
রাত শেষে ভোর,
সকাল বেলায় ভোরের
আলো
আধাঁর করে দূর।
সকাল কাটে অলসতায়
হেলায় খেলায় দুপুর,
সন্ধ্যা হলে সূর্য্য ডোবে
বাজিয়ে বিদায় সুর।
দিনের আলো বিলিন হয়ে
আসে আধাঁর রাতের,
এমনি করে যাচ্ছে কেটে
জীবন আমাদের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।