মায়াবী একটি সন্ধ্যা
সন্ধ্যা হলে সূর্য্য ডোবে
আসে চন্দ্র-তারা,
ভূবন জুড়ে মুক্ত মনে
হাঁটছে জোঁছনা ধারা।
ঘাসের গায়ে হুমড়ি খেয়ে
পড়ছে চাঁদের আলো,
মিটিমিটি জ্বলছে তারা
ঝাঁপসা রাতের কালো।
ঘুম পরীরা চুম দিয়ে যায়
পাক-পাখালীর চোখে,
ঝিঁঝিঁ পোকা গাছের ফাঁকে
ডাকছে মহা সূখে!
আসে চন্দ্র-তারা,
ভূবন জুড়ে মুক্ত মনে
হাঁটছে জোঁছনা ধারা।
ঘাসের গায়ে হুমড়ি খেয়ে
পড়ছে চাঁদের আলো,
মিটিমিটি জ্বলছে তারা
ঝাঁপসা রাতের কালো।
ঘুম পরীরা চুম দিয়ে যায়
পাক-পাখালীর চোখে,
ঝিঁঝিঁ পোকা গাছের ফাঁকে
ডাকছে মহা সূখে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ২৮/০৩/২০১৪ভালো লাগলো.........
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ২৮/০৩/২০১৪.ভালো লাগলো.........