প্রভু হে আমার
পাতার সবুজে শিশুর অবুঝে দিনের সুরুজে
দেখেছি তোমায়,
চন্দ্র তারাতে আঁধার হারাতে জোছনা ধারাতে
পেয়েছি তোমায়!
সকাল বেলাতে মেঘের ভেলাতে রঙের মেলাতে
দেখেছি তোমায়,
দখিনা হাওয়াতে বিকেল যাওয়াতে পাখির গাওয়াতে
পেয়েছি তোমায়।
কিশোর যৌবনে মনের মৌবনে জোরেরে পবনে
দেখেছি তোমায়,
হৃদয় মিনারে মুক্তা আকারে প্রভূ হে আমার!
রেখেছি তোমায়।
রং তুলি- ০৫
দেখেছি তোমায়,
চন্দ্র তারাতে আঁধার হারাতে জোছনা ধারাতে
পেয়েছি তোমায়!
সকাল বেলাতে মেঘের ভেলাতে রঙের মেলাতে
দেখেছি তোমায়,
দখিনা হাওয়াতে বিকেল যাওয়াতে পাখির গাওয়াতে
পেয়েছি তোমায়।
কিশোর যৌবনে মনের মৌবনে জোরেরে পবনে
দেখেছি তোমায়,
হৃদয় মিনারে মুক্তা আকারে প্রভূ হে আমার!
রেখেছি তোমায়।
রং তুলি- ০৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমদ বিন নুরুল ইসলাম ২৪/০১/২০১৪অনেক...অনেক সুন্দর ছড়া ।