মুনিরুল্লাহ রাইয়ান
মুনিরুল্লাহ রাইয়ান-এর ব্লগ
-
ইদানিং কেমন জানি শৈশবকে খুব বেশি মনে পড়ে।
মনে পড়ে ছোটবেলার সেই পুরোনো বন্ধুদের কথা।
মনে পড়ে ফেলা আসা সহস্র স্মৃতিময় সেই স্কুল আঙিনা।
স্কুলের পাশের সেই খেলার মাঠ। [বিস্তারিত] -
আকাশ চিরে বৃষ্টি পড়ে
ঝুমঝুমা ঝুমঝুম,
পাখির গালে ফুলের গালে
বৃষ্টি দিলো চুম! [বিস্তারিত] -
পুব রাঙিয়ে সূর্য এসে
করলো আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগলো বনে সাড়া! [বিস্তারিত] -
রসে ভরা পাকা আম
দোল্ দোল্ দোল্ খায়,
আম খেয়ে খোকা-খুকি
গুন গুন গান গায়! [বিস্তারিত] -
কাঁশফুল, ঘাসফুল
বাতাসে খায় দোল।
ছায়া দেয় আকাশের
সাদা সাদা মেঘফুল! [বিস্তারিত] -
যে ঘুড়িটা উড়ছে এখন
আকাশে,
সে ঘুড়িটা হয়ে যাবে
ফ্যাঁকাশে। [বিস্তারিত] -
কলকল সুর তুলে
নদী বয়ে যায়,
একেঁ বেকেঁ সাগরের
মিশে মোহনায়! [বিস্তারিত] -
"জ্বলে উঠার এইতো সময়"
শুনি সবার মুখে,
জ্বলে উঠার আগুন কী আর
আছে সবার বুকে? [বিস্তারিত] -
এই ছড়াটি হাসি খুশি
সেই মেয়েটির নামে,
মুক্ত হাওয়ায় উড়িয়ে দিলাম
একটি হলুদ খামে! [বিস্তারিত] -
আকাশের চাঁদ-তারা
শুইয়ে আছে পানিতে,
দোলে ওঠে এই মন
কার হাতছানিতে? [বিস্তারিত] -
আজ এই বৈশাখে,
আকাশে মেঘ ডাকে;
গম্ভীর সূরে,
এলোমেলো ঘোরে [বিস্তারিত] -
সূর্য্যটা হাসবে
জয়ের হাসি,
কেটে যাবে দুর্যোগ
সর্বনাশী। [বিস্তারিত] -
সময়ের কাঁটা ঘুরে
টিক টিক বাজে,
ভাবপাখি উড়ে এসে
বসে হ্নদ মাঝে। [বিস্তারিত] -
আজানের সুর শুনে ভেঙে যায় ঘুম,
প্রভাতের আলো এসে চোখে দেয় চুম।
জেগে ওঠে ফুল-পাখি
জেগে ওঠে খোকা-খুকি [বিস্তারিত] -
পাক-পাখালী ক্লান্ত হয়ে
ফিরবে যখন নীড়ে,
মিনার থেকে আজান ধ্বনি
আসবে ধীরে ধীরে। [বিস্তারিত]