এটাই স্বভাব
আমি কবিতায় লিখি মনের কথা,
প্রকাশ করি ভাব;
লিখে জানাই সকল কিছু
এটাই স্বভাব।
আমি শান্তির তরে লড়াই করি
আশান্তিরই সাথে,
শান্তির এক বিশ্ব পেতে
মন স্বপ্নের মালা গাঁথে।
ভাল থাকতে, পথে চলতে
পদে পদে বাঁধা;
এ বিশ্ব চরাচরে
সকল কিছুই সাদা!
যান্ত্রিকতার এমন যুগে
শত অন্যায়ের ভিড়,
সবাই যেন মহাব্যাস্ত
কেউ নেই স্থির!
প্রকাশ করি ভাব;
লিখে জানাই সকল কিছু
এটাই স্বভাব।
আমি শান্তির তরে লড়াই করি
আশান্তিরই সাথে,
শান্তির এক বিশ্ব পেতে
মন স্বপ্নের মালা গাঁথে।
ভাল থাকতে, পথে চলতে
পদে পদে বাঁধা;
এ বিশ্ব চরাচরে
সকল কিছুই সাদা!
যান্ত্রিকতার এমন যুগে
শত অন্যায়ের ভিড়,
সবাই যেন মহাব্যাস্ত
কেউ নেই স্থির!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলকানন্দা দে ২৫/০৭/২০১৮যান্ত্রিকতার যুগে বাধাবিপত্তি সরিয়ে স্বপ্নের মালা গাঁথায় মনোযোগী হয়ে রই। সুন্দর সৃষ্টি। ভালো লাগলো। শুভেচ্ছা জানাই কবিকে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৭/২০১৮অনেক ভাল লাগল।
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮কবিতা হোক আগামীর।।
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৮বেশ।