অক্সিজেন
ও ভোরের কাক তুমি আজ থেকে
কা কা করে আর ডাকবেনা এই পুর্ব বাংলায়,
পথের নেড়ি কুকুর গুলো আর করবেনা ঘেউ ঘেউ।
বাংলার বাতসে আর শন শন শব্দ হবে না।
নদীতে আর হবে না গর্জন,
নতুন শিশুর মুখে ভেঙে ভেঙে
আর উঠবেনা ফুটে মধুর ধ্বনি, মা।
একি নয় তোমাদের নষ্ট স্বার্থসিদ্ধির দখল,
একি নয় হীংসার দাবানল।
তোমরা কি জানো
এ আমার অক্সিজেনের মত বেচে থাকার এক স্বম্বল।
দরজা খুলে, আমি রাজপথে নামবো,
একটি মিছিল, একটি মিছিল করবো,
আমার মায়ের ভাষা কেরে নিওনা,
রক্ত নেবে নাও, জীবন নেবে নাও।
--------------
ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল ভাষা শহিদের আত্নার
মাগফেরাত কামনা করি।আমরা তোমাদের ভুলবনা।
মনির আহমদ।১লা ফেব্রুয়ারি ১৪.
কা কা করে আর ডাকবেনা এই পুর্ব বাংলায়,
পথের নেড়ি কুকুর গুলো আর করবেনা ঘেউ ঘেউ।
বাংলার বাতসে আর শন শন শব্দ হবে না।
নদীতে আর হবে না গর্জন,
নতুন শিশুর মুখে ভেঙে ভেঙে
আর উঠবেনা ফুটে মধুর ধ্বনি, মা।
একি নয় তোমাদের নষ্ট স্বার্থসিদ্ধির দখল,
একি নয় হীংসার দাবানল।
তোমরা কি জানো
এ আমার অক্সিজেনের মত বেচে থাকার এক স্বম্বল।
দরজা খুলে, আমি রাজপথে নামবো,
একটি মিছিল, একটি মিছিল করবো,
আমার মায়ের ভাষা কেরে নিওনা,
রক্ত নেবে নাও, জীবন নেবে নাও।
--------------
ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল ভাষা শহিদের আত্নার
মাগফেরাত কামনা করি।আমরা তোমাদের ভুলবনা।
মনির আহমদ।১লা ফেব্রুয়ারি ১৪.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/০২/২০১৪চমৎকার হয়েছে।