পুনরাবৃত্তি
আবারো একটি কবিতা লিখবো
সোনালী স্বদেশ নিয়ে।
আবারো একটি দির্ঘশ্বাস,
আবারো স্বদেশ তোমার ছায়ায়,
রক্তমাখা কণায় কণায়,
একাত্তুরের পুর্বাভাশ।
আবারো একটি কবিতা লিখবো,
আবারো আপন ভাই হারাবো,
আবারো স্বদেশ তোমার জমিন,
গৃহযুদ্ধে জ্বলবে কদিন,
অত:পরে দু'এক বছর
স্বাধীন পতাকা উড়াবো।
আবারো একটি কবিতা লিখবো,
এই অবরুদ্ধ শহরে,
আবারো বাড়বে অভিমান।
আবারো স্বদেশ তোমার কোলে,
ক্ষমতা লাভের যুদ্ধ চলে,
আম জনতার লাশের উপড়
স্লোগান দিচ্ছে বেইমান।
"পুনরাবৃত্তি"
মনির আহমদ।
২৪শে নভেম্বর ২০১৩ইং।
সোনালী স্বদেশ নিয়ে।
আবারো একটি দির্ঘশ্বাস,
আবারো স্বদেশ তোমার ছায়ায়,
রক্তমাখা কণায় কণায়,
একাত্তুরের পুর্বাভাশ।
আবারো একটি কবিতা লিখবো,
আবারো আপন ভাই হারাবো,
আবারো স্বদেশ তোমার জমিন,
গৃহযুদ্ধে জ্বলবে কদিন,
অত:পরে দু'এক বছর
স্বাধীন পতাকা উড়াবো।
আবারো একটি কবিতা লিখবো,
এই অবরুদ্ধ শহরে,
আবারো বাড়বে অভিমান।
আবারো স্বদেশ তোমার কোলে,
ক্ষমতা লাভের যুদ্ধ চলে,
আম জনতার লাশের উপড়
স্লোগান দিচ্ছে বেইমান।
"পুনরাবৃত্তি"
মনির আহমদ।
২৪শে নভেম্বর ২০১৩ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।