কারবালা
কারবালারে............ ও পাষাণ কারবালা,
আর কত কাল তোরি স্মৃতী,
করবে মোদের দুঃখের সাথী,
মোসলমানের অশ্রু ঝড়বে একেলা একেলা।
কারবালারে............... ও পাষাণ কারবালা,
আর কত কাল তোর মাটিতে,
মুমীন গিয়ে উঠবে কেদে,
আকাশ বাতাস গুমরে উঠে হৃদয়ে দিবে জ্বালা।
কারবালারে............ ও পাষাণ কারবালা।
সেদিন এসে নবী আমার দেখেছিল চেয়ে,
স্নেহের নাতী পড়লো যখন ধরায় লুটায়ে,
নবীর দু'চোখ অশ্রু বেয়ে-
পড়ে যখন নাতীর বুকে বর্শা করে খেলা।
কারবালারে........... ও পাষাণ কারবালা।
কেয়ামতের বালাই সেদিন ধরায় নেমেছিল,
ফেরেস্তাগন হোসাইনের গভীর প্রেমেছিল,
কে কাদেনি? কেদেছিল-
চন্দ্র সুর্য মাটি ও গাছপালা।
কারবালারে.......... ও পাষাণ কারবালা
নানাগো বলে কেদেছিল ফোরত নদীর তীরে,
সে কান্না আর যায়না শুনা আহাজারির ভীরে,
সাদ শীমারের নিষ্ঠুরতায়,
নিনাদ করে বিষাদ মরু,
বরবাদে ছুটলো এজীদ ধর্ম নিশান ছিরে,
দ্বিপ্রহরে মর্ত্য জুড়ে বহিল সন্ধ্যাবেলা।
কারবালারে............ ও পাষাণ কারবালা,
এখানে সেদিন জল তৃষ্ণায় শিশু আজগর,
জীবন দিল হোসাইনের বুকেরি উপর,
বিদায় কালে চোখে ভাসলো
ফোরাতের পেয়ালা।
হোসাইন তবু এজীদরে করিল অস্বিকার,
তাই শিরচ্ছেদে ছিন্ন হইলো স্বর্গের সরদার,
হায় হোসেনের স্লোগান উঠে,
বিশ্ব মোসলমানের ঠোটে,
এই দিনে মোর দয়ার নবী মায়ার নবী
কান্দে জারে জার।
"কারবালা"
মনির আহমদ।
রচনা কালঃ ১৫ই নভেম্বর, ২০১৩ইং।
আর কত কাল তোরি স্মৃতী,
করবে মোদের দুঃখের সাথী,
মোসলমানের অশ্রু ঝড়বে একেলা একেলা।
কারবালারে............... ও পাষাণ কারবালা,
আর কত কাল তোর মাটিতে,
মুমীন গিয়ে উঠবে কেদে,
আকাশ বাতাস গুমরে উঠে হৃদয়ে দিবে জ্বালা।
কারবালারে............ ও পাষাণ কারবালা।
সেদিন এসে নবী আমার দেখেছিল চেয়ে,
স্নেহের নাতী পড়লো যখন ধরায় লুটায়ে,
নবীর দু'চোখ অশ্রু বেয়ে-
পড়ে যখন নাতীর বুকে বর্শা করে খেলা।
কারবালারে........... ও পাষাণ কারবালা।
কেয়ামতের বালাই সেদিন ধরায় নেমেছিল,
ফেরেস্তাগন হোসাইনের গভীর প্রেমেছিল,
কে কাদেনি? কেদেছিল-
চন্দ্র সুর্য মাটি ও গাছপালা।
কারবালারে.......... ও পাষাণ কারবালা
নানাগো বলে কেদেছিল ফোরত নদীর তীরে,
সে কান্না আর যায়না শুনা আহাজারির ভীরে,
সাদ শীমারের নিষ্ঠুরতায়,
নিনাদ করে বিষাদ মরু,
বরবাদে ছুটলো এজীদ ধর্ম নিশান ছিরে,
দ্বিপ্রহরে মর্ত্য জুড়ে বহিল সন্ধ্যাবেলা।
কারবালারে............ ও পাষাণ কারবালা,
এখানে সেদিন জল তৃষ্ণায় শিশু আজগর,
জীবন দিল হোসাইনের বুকেরি উপর,
বিদায় কালে চোখে ভাসলো
ফোরাতের পেয়ালা।
হোসাইন তবু এজীদরে করিল অস্বিকার,
তাই শিরচ্ছেদে ছিন্ন হইলো স্বর্গের সরদার,
হায় হোসেনের স্লোগান উঠে,
বিশ্ব মোসলমানের ঠোটে,
এই দিনে মোর দয়ার নবী মায়ার নবী
কান্দে জারে জার।
"কারবালা"
মনির আহমদ।
রচনা কালঃ ১৫ই নভেম্বর, ২০১৩ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১৭/১১/২০১৩ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।