অভিমানী
আমি আমিই, আমি তোমার মত নই,
আমি সোনার চামুচ মুখে দিয়ে জন্মিনি। বাস্তবতার রণাঙ্গনে আমার ক্রন্দন শোনার সময় ছিলনা ব্যাস্ত মানবাতার।
মায়ের কোলে শুয়ে মাঝে মাঝে ভিজে উঠতো আমার তুল তুলে দেহ
ফোটা ফোটা লোনা জলে।
আমি আমিই, আমি তোমার মত নই,
আমার কোন তন্দ্রাচ্ছন্ন বিকেল নেই,
গোধুলী লগন নেই,
শুধুই পিপাসার্ত কারবালা।
আমার জম জম কুপে মহাউৎশাহে বয়ে চলে ঘামের স্রোত।
রাস্তার সোডিয়াম আলোয় কেটে যায়
নিঃসঙ্গ রাত।
আমি আমিই আমি তোমার মত নই,
আমি প্রতিযোগিতায় নামি
ডাষ্টবিনে কাক শেয়ালের সাথে।
আমার জোছনা গুলো বড়ই ধুশর
হায়নার বজ্রপাতে।
থেমে গেছে যুদ্ধাহত দেহ আর জেগে উঠেনা জীবন যুদ্ধে।
হিংসার দাবানলে দাড়িয়ে প্রতিদিনি মৃত্যুকে অভ্যর্থনা জানাই।
বুক পাতি বুলেট বিদ্ধ হওয়ার স্বপ্ন নিয়ে।
বড় অভিমান নিয়ে একদিন চলে যাব,
চলে যাব চলে যাব,
আসবোনা আর আসবোনা.........
"অভিমানী"
মনির আহমদ।
৭ই নভেম্বর,২০১৩ইং।
আমি সোনার চামুচ মুখে দিয়ে জন্মিনি। বাস্তবতার রণাঙ্গনে আমার ক্রন্দন শোনার সময় ছিলনা ব্যাস্ত মানবাতার।
মায়ের কোলে শুয়ে মাঝে মাঝে ভিজে উঠতো আমার তুল তুলে দেহ
ফোটা ফোটা লোনা জলে।
আমি আমিই, আমি তোমার মত নই,
আমার কোন তন্দ্রাচ্ছন্ন বিকেল নেই,
গোধুলী লগন নেই,
শুধুই পিপাসার্ত কারবালা।
আমার জম জম কুপে মহাউৎশাহে বয়ে চলে ঘামের স্রোত।
রাস্তার সোডিয়াম আলোয় কেটে যায়
নিঃসঙ্গ রাত।
আমি আমিই আমি তোমার মত নই,
আমি প্রতিযোগিতায় নামি
ডাষ্টবিনে কাক শেয়ালের সাথে।
আমার জোছনা গুলো বড়ই ধুশর
হায়নার বজ্রপাতে।
থেমে গেছে যুদ্ধাহত দেহ আর জেগে উঠেনা জীবন যুদ্ধে।
হিংসার দাবানলে দাড়িয়ে প্রতিদিনি মৃত্যুকে অভ্যর্থনা জানাই।
বুক পাতি বুলেট বিদ্ধ হওয়ার স্বপ্ন নিয়ে।
বড় অভিমান নিয়ে একদিন চলে যাব,
চলে যাব চলে যাব,
আসবোনা আর আসবোনা.........
"অভিমানী"
মনির আহমদ।
৭ই নভেম্বর,২০১৩ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ১২/১১/২০১৩প্রত্যেকটা মানুষের ই কিছু স্বাতন্ত্র থাকে