তুই ভাল থাকিস মা
নিদ্রার বুক ছিরে জেগে উঠে ভোর,
কত দিন দেখিনা মা মুখ খানা তোর।
সুর্যের দাবদাহে,
বৃষ্টির প্রবাহে,
তোরে হীন মন কাদে অঝোড় অঝোড়।
কত দিন দেখিনা মা মুখ খানা তোর।
আশাহত প্রবাসী দিন গুনে যায়,
মাঝে মাঝে উড়ো মন স্বদেশে হারায়,
হাতুরির সেতারায়
সুর তুলে মা বুঝি দিয়ে গেলো ডাক।
দুর থেকে দোয়া করি মা তুই
একশো বছর বেচে থাক।
মারে আবার কবে হবে দুপুর বেলা,
উঠোনের ধান মারিয়ে
মধ্যোপুকুরে হবে জলের খেলা,
ভাবি শুধু একেলা
দুরে বলে মনে তোর রয়ে গেছে রাগ।
রাগ ভাঙ্গাতে আমি আসবো ফিরে,
মা তুই একশো বছর বেচে থাক।
গায়ের ফটিক হয়ে ছিলাম যখন,
ছিলাম শুধুই তোর মনের মতন,
এখন দুরে তোর মানিক রতন,
চৈত্রের হাওয়া নেই, নেই বৈশাখ।
তবু দুর থেকে দোয়া করি মা
তুই একশো বছর বেচে থাক।
রাত করে বাড়ি আমি আসলে ফিরে,
মা বলে ডাক দিতে হতোনা তোরে,
দড়োজার পাশে রাত জাগিস না আর,
আমি নেই বলে একা কাদিস না আর।
মারে প্রবাসের দিন গুলো কেটে যাক।
ফিরবো মা আমি ফিরবো
মা তুই একশো বছর বেচে থাক।
উৎসর্গঃ বাংলাদেশি প্রবাসী ভাইদের কে।
মনির আহমদ।
রচনা কালঃ ৩১-১০-১৩ইং।
কত দিন দেখিনা মা মুখ খানা তোর।
সুর্যের দাবদাহে,
বৃষ্টির প্রবাহে,
তোরে হীন মন কাদে অঝোড় অঝোড়।
কত দিন দেখিনা মা মুখ খানা তোর।
আশাহত প্রবাসী দিন গুনে যায়,
মাঝে মাঝে উড়ো মন স্বদেশে হারায়,
হাতুরির সেতারায়
সুর তুলে মা বুঝি দিয়ে গেলো ডাক।
দুর থেকে দোয়া করি মা তুই
একশো বছর বেচে থাক।
মারে আবার কবে হবে দুপুর বেলা,
উঠোনের ধান মারিয়ে
মধ্যোপুকুরে হবে জলের খেলা,
ভাবি শুধু একেলা
দুরে বলে মনে তোর রয়ে গেছে রাগ।
রাগ ভাঙ্গাতে আমি আসবো ফিরে,
মা তুই একশো বছর বেচে থাক।
গায়ের ফটিক হয়ে ছিলাম যখন,
ছিলাম শুধুই তোর মনের মতন,
এখন দুরে তোর মানিক রতন,
চৈত্রের হাওয়া নেই, নেই বৈশাখ।
তবু দুর থেকে দোয়া করি মা
তুই একশো বছর বেচে থাক।
রাত করে বাড়ি আমি আসলে ফিরে,
মা বলে ডাক দিতে হতোনা তোরে,
দড়োজার পাশে রাত জাগিস না আর,
আমি নেই বলে একা কাদিস না আর।
মারে প্রবাসের দিন গুলো কেটে যাক।
ফিরবো মা আমি ফিরবো
মা তুই একশো বছর বেচে থাক।
উৎসর্গঃ বাংলাদেশি প্রবাসী ভাইদের কে।
মনির আহমদ।
রচনা কালঃ ৩১-১০-১৩ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১১/১১/২০১৩
মন ছুঁয়ে যাওয়া লেখা