নিমন্ত্রন
বন্ধু আমার গ্রাম দেখে যাও।
সবুজ পত্র সর্ব মাখা,
কি অবিরাম দেখে যাও।
ভেদ করে কুয়াশা,
জাগে সুর্যের ভালবাসা,
কৃষকের হাসির ঝিলিক,
কিশোরের ঘুড়ি উড়ানোর নেশা।
আর মাটির সাথে এই জীবনের
সংগ্রাম দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও।
বন্ধু পাখির ডাক শুনে যাও,
এখানে কুসুমাসব, পাখির কলরব,
পুঞ্জ পুঞ্জ বৃক্ষরাজি,
মলয়ের তালে করে উৎসব।
এখানে ডাহুক তিমীর রাতে,
কাব্য বুনে পেচার সাথে,
এযেন নবো ভায়োলিনের সুর,
নির্বাক শুনে যাও।
বন্ধু পাখির ডাক শুনে যাও।
বন্ধু মেঠোপথ দেখে যাও,
এখানে তোমার পথহারা প্রেম,
হৃদয় বেধেছে কল্পিত ফ্রেম।
এখানে মাটির মায়াবতী গান,
যান্ত্রীকতার ভেঙ্গেছে জ্যাম।
এখানে মাটির মানুষের বুকে,
মায়া পর্বত দেখে যাও।
বন্ধু মেঠোপথ দেখে যাও।
বন্ধু আমার শস্য দেখে যাও,
এখানে ফলে তোমার নগ্ন ধান,
সরিষা বাগান,
এখানে আমার ঘামে ঘামে উঠে
নবান্নের নবো গান।
বন্ধু আমার প্রাচীন যুগের নতুন
বিশ্ব দেখে যাও।
বন্ধু এই শস্য দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও,
তোমার জন্য আমার পর্ণকুটি,
চুপি চুপি দিচ্ছে তোমায় নিমন্ত্রনের চিঠি,
এখানে গায়ের বধুরা ঢেকির তালে,
জীবনের করে পরিপাটি
তুমি আসবে বলে।
নিয়ে বন্ধু নিমন্ত্রনের ছুটি,
মাটির সাথে এই জীবনের সংগ্রাম দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও।
" নিমন্ত্রন"
মনির আহমদ।
রচনা কালঃ ২২শে সেপ্টেম্বর ২০১৩ইং।
সবুজ পত্র সর্ব মাখা,
কি অবিরাম দেখে যাও।
ভেদ করে কুয়াশা,
জাগে সুর্যের ভালবাসা,
কৃষকের হাসির ঝিলিক,
কিশোরের ঘুড়ি উড়ানোর নেশা।
আর মাটির সাথে এই জীবনের
সংগ্রাম দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও।
বন্ধু পাখির ডাক শুনে যাও,
এখানে কুসুমাসব, পাখির কলরব,
পুঞ্জ পুঞ্জ বৃক্ষরাজি,
মলয়ের তালে করে উৎসব।
এখানে ডাহুক তিমীর রাতে,
কাব্য বুনে পেচার সাথে,
এযেন নবো ভায়োলিনের সুর,
নির্বাক শুনে যাও।
বন্ধু পাখির ডাক শুনে যাও।
বন্ধু মেঠোপথ দেখে যাও,
এখানে তোমার পথহারা প্রেম,
হৃদয় বেধেছে কল্পিত ফ্রেম।
এখানে মাটির মায়াবতী গান,
যান্ত্রীকতার ভেঙ্গেছে জ্যাম।
এখানে মাটির মানুষের বুকে,
মায়া পর্বত দেখে যাও।
বন্ধু মেঠোপথ দেখে যাও।
বন্ধু আমার শস্য দেখে যাও,
এখানে ফলে তোমার নগ্ন ধান,
সরিষা বাগান,
এখানে আমার ঘামে ঘামে উঠে
নবান্নের নবো গান।
বন্ধু আমার প্রাচীন যুগের নতুন
বিশ্ব দেখে যাও।
বন্ধু এই শস্য দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও,
তোমার জন্য আমার পর্ণকুটি,
চুপি চুপি দিচ্ছে তোমায় নিমন্ত্রনের চিঠি,
এখানে গায়ের বধুরা ঢেকির তালে,
জীবনের করে পরিপাটি
তুমি আসবে বলে।
নিয়ে বন্ধু নিমন্ত্রনের ছুটি,
মাটির সাথে এই জীবনের সংগ্রাম দেখে যাও।
বন্ধু আমার গ্রাম দেখে যাও।
" নিমন্ত্রন"
মনির আহমদ।
রচনা কালঃ ২২শে সেপ্টেম্বর ২০১৩ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১১/১১/২০১৩সত্যিই আপনার গ্রামে যেতে ইচ্ছে করছে। ভালই লিখেছেন। আমার ব্লগে আপনার নিমন্ত্রণ রইলো।
-
সুলতান মাহমুদ ১০/১১/২০১৩বন্ধু আমার গ্রাম দেখে যাও
উত্তাল ঢেউয়ের খেলা
পাল তোলা নাও দেখবে আরো
কাটাবে তোমার বেলা।
ধন্যবাদ কবি