www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাইশ বছর বয়সl

বাইশ বছর বয়স"
মনির আহমদ।
রচনা কালঃ- ১০ই সেপ্টেম্বর, ২০১৩ইং।

২২ বছরে হুট করে হয় প্রেমের মঞ্চ লুট।
২২ বছরের নব যৌবন,
প্রেমের জন্য লয় অনশন,
ললনার শনে, মধু আলাপনে,
হেসে হয় কুট কুট"
২২বছরটা জয়ের নেশা, প্রেমের রাজমুকুট।

২২বছরে গায়ের নেতা শিশু কিশোর জানে,
২২ বছরে হরহামেশাই মৃত্যুরে কাছে টানে।
২২ বছরেই রাজনিতী ঝড়,
দুর সরে যায় ভয় ভীতি ডর,
যুদ্ধের আহবানে।
পাড়ায় পাড়ায় লয় দায়িত্য,
সত্য নাহয়, হোক অসত্য,
সাম্য জাগে ধর্মভুলে এলাকার সম্মানে।

২২ বছরেই চরিত্রতে কিঞ্চিত পরে দাগ।
বৃদ্ধা কালে ২২ বছরের স্মৃতী রয় সরাগ।
২২ বছরে মিটিং, মিছিল,
২২ বছরে ঐক্যের মিল,
২২ বছরে বাচা মরা দুই দিকে হয় ভাগ।

২২বছরে আড্ডার ধুম চায়ের দোকানেতে, ২২ বছরে সবাই পাগল প্রীয়ার ধোকা খেতে।
রাস্তা জুরে প্রেমের মেলা,
সকাল দুপুর সন্ধ্যাবেলা,
এমন করে কেউ কাছে পায়, কেউবা হাড়ায়
নিজের বোকামিতে।

২২বছরে ডাব চুরিতে সাফ নাড়িকেল গাছ।
২২বছরে সালিশ নালিশ বিপদ লয়রে পাছ।
না জানিনা খুন অস্বিকার,
তারপরেও কেমন বিচার,
২২ বছরের কি অপরাধ?
বয়সেরে দেয় অপবাদ, করেনা কেউ জাচ।

২২বছরে খেলার মাঠে চার ছক্কার মার,
২২ বছরে চিন্তিত রয় বঙ্গের পরিবার।
২২ বছরে ঘড়ের শাসন,
কষ্ট লাগে মানতে ভীষণ,
২২ বছরে হঠাৎ আলো, হঠাৎ অন্ধকার l

-মনির আহমদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাপরে বাপ!
    ভয়ংকর কবিতা।
    ধন্যবাদ নিবেন ভাইয়া।
  • মনির আহমদ। ১০/১১/২০১৩
    সায়েম ভাই তারপরেও লিখলাম বেনামে থাকলে কেমন হয়। শুধু বাইশ আর বাইশ।
  • মনির আহমদ। ১০/১১/২০১৩
    সাখওয়াৎ ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ, দোয়া করবেন যেন আরো ভাল করে ফুটিয়ে তুলতে পারি।
  • বাইশ বছরের সুন্দর উপখ্যান ফুটিয়ে তুলেছেন।
  • সায়েম খান ১০/১১/২০১৩
    ভাই, কবিতার নাম আর আপনার নাম পুনরায় না লিখলেও হতো।
    • মনির আহমদ। ১০/১১/২০১৩
      সায়েম ভাই তারপরেও লিখলাম বেনামে থাকলে কেমন হয়। শুধু বাইশ আর বাইশ।
      • সায়েম খান ১০/১১/২০১৩
        বেনামে হবে কেন? শিরোনামে অপশনে তো কবিতার নাম লিখবেনই আর ব্লগার হিসেবে তো আপনার নাম সয়ংক্রিয়ভাবেই Show করবে। সুতরাং পুনরায় নাম ও কবিতার নাম লেখাটা ভাল দেখায় না। এটা আমার একটা উপদেশ মাত্র। মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যপার্।
  • কবীর হুমায়ূন ১০/১১/২০১৩
    জয় হোক বাইশের।
    বাইশ বছর কী দুঃসহ!
  • সুলতান মাহমুদ ১০/১১/২০১৩
    এ বয়সেই কবি ভাইয়ের বিয়েটা করে ফেলা উচিত
    • মনির আহমদ। ১০/১১/২০১৩
      Sultan vai bou er khoroc ta jodi sorkar bohon korto taile miss jaito na.
      • সুলতান মাহমুদ ১০/১১/২০১৩
        হাদিসে আছে বিয়ে করলে আল্লাহ আয় বাড়িয়ে দেন সুতরাং . .
 
Quantcast