বাইশ বছর বয়সl
বাইশ বছর বয়স"
মনির আহমদ।
রচনা কালঃ- ১০ই সেপ্টেম্বর, ২০১৩ইং।
২২ বছরে হুট করে হয় প্রেমের মঞ্চ লুট।
২২ বছরের নব যৌবন,
প্রেমের জন্য লয় অনশন,
ললনার শনে, মধু আলাপনে,
হেসে হয় কুট কুট"
২২বছরটা জয়ের নেশা, প্রেমের রাজমুকুট।
২২বছরে গায়ের নেতা শিশু কিশোর জানে,
২২ বছরে হরহামেশাই মৃত্যুরে কাছে টানে।
২২ বছরেই রাজনিতী ঝড়,
দুর সরে যায় ভয় ভীতি ডর,
যুদ্ধের আহবানে।
পাড়ায় পাড়ায় লয় দায়িত্য,
সত্য নাহয়, হোক অসত্য,
সাম্য জাগে ধর্মভুলে এলাকার সম্মানে।
২২ বছরেই চরিত্রতে কিঞ্চিত পরে দাগ।
বৃদ্ধা কালে ২২ বছরের স্মৃতী রয় সরাগ।
২২ বছরে মিটিং, মিছিল,
২২ বছরে ঐক্যের মিল,
২২ বছরে বাচা মরা দুই দিকে হয় ভাগ।
২২বছরে আড্ডার ধুম চায়ের দোকানেতে, ২২ বছরে সবাই পাগল প্রীয়ার ধোকা খেতে।
রাস্তা জুরে প্রেমের মেলা,
সকাল দুপুর সন্ধ্যাবেলা,
এমন করে কেউ কাছে পায়, কেউবা হাড়ায়
নিজের বোকামিতে।
২২বছরে ডাব চুরিতে সাফ নাড়িকেল গাছ।
২২বছরে সালিশ নালিশ বিপদ লয়রে পাছ।
না জানিনা খুন অস্বিকার,
তারপরেও কেমন বিচার,
২২ বছরের কি অপরাধ?
বয়সেরে দেয় অপবাদ, করেনা কেউ জাচ।
২২বছরে খেলার মাঠে চার ছক্কার মার,
২২ বছরে চিন্তিত রয় বঙ্গের পরিবার।
২২ বছরে ঘড়ের শাসন,
কষ্ট লাগে মানতে ভীষণ,
২২ বছরে হঠাৎ আলো, হঠাৎ অন্ধকার l
-মনির আহমদ।
মনির আহমদ।
রচনা কালঃ- ১০ই সেপ্টেম্বর, ২০১৩ইং।
২২ বছরে হুট করে হয় প্রেমের মঞ্চ লুট।
২২ বছরের নব যৌবন,
প্রেমের জন্য লয় অনশন,
ললনার শনে, মধু আলাপনে,
হেসে হয় কুট কুট"
২২বছরটা জয়ের নেশা, প্রেমের রাজমুকুট।
২২বছরে গায়ের নেতা শিশু কিশোর জানে,
২২ বছরে হরহামেশাই মৃত্যুরে কাছে টানে।
২২ বছরেই রাজনিতী ঝড়,
দুর সরে যায় ভয় ভীতি ডর,
যুদ্ধের আহবানে।
পাড়ায় পাড়ায় লয় দায়িত্য,
সত্য নাহয়, হোক অসত্য,
সাম্য জাগে ধর্মভুলে এলাকার সম্মানে।
২২ বছরেই চরিত্রতে কিঞ্চিত পরে দাগ।
বৃদ্ধা কালে ২২ বছরের স্মৃতী রয় সরাগ।
২২ বছরে মিটিং, মিছিল,
২২ বছরে ঐক্যের মিল,
২২ বছরে বাচা মরা দুই দিকে হয় ভাগ।
২২বছরে আড্ডার ধুম চায়ের দোকানেতে, ২২ বছরে সবাই পাগল প্রীয়ার ধোকা খেতে।
রাস্তা জুরে প্রেমের মেলা,
সকাল দুপুর সন্ধ্যাবেলা,
এমন করে কেউ কাছে পায়, কেউবা হাড়ায়
নিজের বোকামিতে।
২২বছরে ডাব চুরিতে সাফ নাড়িকেল গাছ।
২২বছরে সালিশ নালিশ বিপদ লয়রে পাছ।
না জানিনা খুন অস্বিকার,
তারপরেও কেমন বিচার,
২২ বছরের কি অপরাধ?
বয়সেরে দেয় অপবাদ, করেনা কেউ জাচ।
২২বছরে খেলার মাঠে চার ছক্কার মার,
২২ বছরে চিন্তিত রয় বঙ্গের পরিবার।
২২ বছরে ঘড়ের শাসন,
কষ্ট লাগে মানতে ভীষণ,
২২ বছরে হঠাৎ আলো, হঠাৎ অন্ধকার l
-মনির আহমদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩
-
মনির আহমদ। ১০/১১/২০১৩সায়েম ভাই তারপরেও লিখলাম বেনামে থাকলে কেমন হয়। শুধু বাইশ আর বাইশ।
-
মনির আহমদ। ১০/১১/২০১৩সাখওয়াৎ ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ, দোয়া করবেন যেন আরো ভাল করে ফুটিয়ে তুলতে পারি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩বাইশ বছরের সুন্দর উপখ্যান ফুটিয়ে তুলেছেন।
-
সায়েম খান ১০/১১/২০১৩ভাই, কবিতার নাম আর আপনার নাম পুনরায় না লিখলেও হতো।
-
কবীর হুমায়ূন ১০/১১/২০১৩জয় হোক বাইশের।
বাইশ বছর কী দুঃসহ! -
সুলতান মাহমুদ ১০/১১/২০১৩এ বয়সেই কবি ভাইয়ের বিয়েটা করে ফেলা উচিত
ভয়ংকর কবিতা।
ধন্যবাদ নিবেন ভাইয়া।