দুঃসহ দিন
বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ,
অহিংস্র কর চিত্ত,
বাংলার মাটি দুর দুর্জয় ঘাঁটি
বুঝে নিক দুর্বৃত্ত।
বন্ধু তোমার ছেরো বন্ধন,
স্মৃতী রিতি কর রপ্ত।
কালোর শক্তি রুখে মুক্তি
বাংলাদেশ উত্তপ্ত।
বন্ধু ভাঙ্গো প্রেম বাশরী,
হাতে লও তুলে অস্ত্র।
বীরাঙ্গনা আনমনা আজো
দাও দাও তারে বস্ত্র।
বন্ধু স্বাধীন জাতীর কঠিন
দুঃসহ দিন যায়।
বৈরি কালে তৈরী থেকো
দেহ কাকতন্দ্রায়।
বন্ধু তোমার চোখের জলে
উত্তাল ঢেউ বইবে।
দেহ চোখের রক্ত জলে
বঙ্গ মুক্ত রইবে।
অহিংস্র কর চিত্ত,
বাংলার মাটি দুর দুর্জয় ঘাঁটি
বুঝে নিক দুর্বৃত্ত।
বন্ধু তোমার ছেরো বন্ধন,
স্মৃতী রিতি কর রপ্ত।
কালোর শক্তি রুখে মুক্তি
বাংলাদেশ উত্তপ্ত।
বন্ধু ভাঙ্গো প্রেম বাশরী,
হাতে লও তুলে অস্ত্র।
বীরাঙ্গনা আনমনা আজো
দাও দাও তারে বস্ত্র।
বন্ধু স্বাধীন জাতীর কঠিন
দুঃসহ দিন যায়।
বৈরি কালে তৈরী থেকো
দেহ কাকতন্দ্রায়।
বন্ধু তোমার চোখের জলে
উত্তাল ঢেউ বইবে।
দেহ চোখের রক্ত জলে
বঙ্গ মুক্ত রইবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ১০/১১/২০১৩
-
মনির আহমদ। ০৯/১১/২০১৩Thanks vi comment kore amake poramorsho o utsaho dear jonno.
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১১/২০১৩আপনার ভাবনা গুলো খুবই ভালো লাগলো। যদিও আরো একটু ঘষা মাজা দরকার। শুভকামনা আপনার জন্য।
দেশ বাঁচাতে ছোট অস্ত্র লয়ে।