অরতি (পেত্রাকীয় সনেট )
কত শত বার আমি চেয়েছি তোমায়
রেখে দিতে হৃদয়ের গোপন কুঠিতে।
হাজার বছর পর তবুও তোমাতে
না পাই আমার ছায়া, না পাই অগ্নিয়
সবুজ শিখার হিম শীতল তাপীয়।
ধূয়ার কুণ্ডলী উড়ে চুঙ্গীর বর্তিতে,
কথা ছিল কোন এক অমাবস্যা রাতে
হারিয়ে যাবো জোনাকি হয়ে অজানায়।
অসীম মহাশূন্যের ধূলো কণা হয়ে
মহাকালের অচেনা অন্ধ চোরাপথে,
ভালবাসা হারিয়েছে আদি অন্ধকূপে।
শত আলোক বর্ষের পথ পাড়ি দিয়ে
এই ধরায় পরেছি ঐ উল্কার সাথে
কোন এক কাল রাতে প্রেম মালা জপে।
১০/০৩/২০২০ইং
টোলামোর, আয়ারল্যান্ড
রেখে দিতে হৃদয়ের গোপন কুঠিতে।
হাজার বছর পর তবুও তোমাতে
না পাই আমার ছায়া, না পাই অগ্নিয়
সবুজ শিখার হিম শীতল তাপীয়।
ধূয়ার কুণ্ডলী উড়ে চুঙ্গীর বর্তিতে,
কথা ছিল কোন এক অমাবস্যা রাতে
হারিয়ে যাবো জোনাকি হয়ে অজানায়।
অসীম মহাশূন্যের ধূলো কণা হয়ে
মহাকালের অচেনা অন্ধ চোরাপথে,
ভালবাসা হারিয়েছে আদি অন্ধকূপে।
শত আলোক বর্ষের পথ পাড়ি দিয়ে
এই ধরায় পরেছি ঐ উল্কার সাথে
কোন এক কাল রাতে প্রেম মালা জপে।
১০/০৩/২০২০ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৫/০৭/২০২১অসাধারণ সৃষ্টি ১৪/১৪
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৩/২০২০সুন্দর লেখ। কবি শুভ কামনা রইলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৩/২০২০nice
-
ফয়জুল মহী ২০/০৩/২০২০সুন্দর উপস্থাপন ।