অশরীরী
দূর কোন এক বাঁশ ঝার থেকে একটা হুতুম পেঁচা ডেকে উঠলো
ডাকটা শুনে বুকটা ধক করে উঠলো অজানা এক আতঙ্কে।
গা ছম ছম করা নিশি রাত, হেঁটে যাচ্ছি এই মৃত্যু পুরী দিয়ে।
ভয়ে কলজে হিম হয়ে গেল, শিড়দার দিয়ে ভয়ের
একটা শীতল শিহরণ বয়ে গেল এক জোড়া নূপুরের
নিক্বণ শুনে ! গায়ের সব পশমগুলো দাঁড়িয়ে গেল,
কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম কে...? কে... যা...য়?
অবাক করে দিয়ে একটা কাঁচ ভাঙ্গা হাসির শব্দে সব কিছু
স্তব্ধ হয়ে গেল আমার চারপাশ। আবার জিজ্ঞাস করলাম,
‘ ক...কে... হা...সে? ভয় কাকে বলে আজ বোধ হয় বুঝলাম।
হাসির শব্দ থেমে গেল। কানে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি কণ্ঠ স্বর।
‘ সে কি গো আমায় চিলনে না? আমি গো তোমার রূপ কথার রানী।’
আবার সেই হাসি। কয়েক হাজার ভোল্ট বিদ্যুতের যেন বয়ে গেল আমার শরীরে,
‘ আস আমার কাছে কোই যাও গো তুমি ... হিহিহিহিহিহিহি......।।
৩১/০৭/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
ডাকটা শুনে বুকটা ধক করে উঠলো অজানা এক আতঙ্কে।
গা ছম ছম করা নিশি রাত, হেঁটে যাচ্ছি এই মৃত্যু পুরী দিয়ে।
ভয়ে কলজে হিম হয়ে গেল, শিড়দার দিয়ে ভয়ের
একটা শীতল শিহরণ বয়ে গেল এক জোড়া নূপুরের
নিক্বণ শুনে ! গায়ের সব পশমগুলো দাঁড়িয়ে গেল,
কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম কে...? কে... যা...য়?
অবাক করে দিয়ে একটা কাঁচ ভাঙ্গা হাসির শব্দে সব কিছু
স্তব্ধ হয়ে গেল আমার চারপাশ। আবার জিজ্ঞাস করলাম,
‘ ক...কে... হা...সে? ভয় কাকে বলে আজ বোধ হয় বুঝলাম।
হাসির শব্দ থেমে গেল। কানে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি কণ্ঠ স্বর।
‘ সে কি গো আমায় চিলনে না? আমি গো তোমার রূপ কথার রানী।’
আবার সেই হাসি। কয়েক হাজার ভোল্ট বিদ্যুতের যেন বয়ে গেল আমার শরীরে,
‘ আস আমার কাছে কোই যাও গো তুমি ... হিহিহিহিহিহিহি......।।
৩১/০৭/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০২/০৮/২০১৬চমৎকার
-
অঙ্কুর মজুমদার ০১/০৮/২০১৬besh vlo.....