www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ষার গান

বাতাসে শীতল অনুভব আর আকাশে মেঘের গর্জন,
এখনই নামবে আমার নগরীতে বর্ষার প্রথম ধারা।
তুমি যাবে আমার সাথে? ঐ যে ঘন সবুজ বনে,
যেখানে কদম ফুলের মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে আছে
বর্ষার আগমনে। তুমি যাবে আমার সাথে?
ঐ যে মরা নদীটার ভরা যৌবন দেখতে, যে নদীর
ছলাৎ ছলাৎ ঢেউ আছরে পরছে বর্ষার প্রেমো সংলাপে।
তুমি যাবে আমার সাথে? ঐ দূর পাহাড়ের ছোট্ট মেয়ের মত,
বৃষ্টির ঘ্রাণে মাতাল হয়ে ধূসর মেঘের নিচে নিজেকে সঁপে দিতে?
তুমি যাবে আমার সাথে? পথ হারিয়ে কোন অজানা এক পথে,
যার দুই ধারে সারি সারি যৌবন ফিরে পাওয়া চির সবুজ বৃক্ষগুলো
কোরাসে গান ধরেছে বর্ষার পাগলা হাওয়ায়
দোল খেতে খেতে এঁকে অন্যের গাঁ ঘেষে ঘেষে ।
তুমি যাবে আমার সাথে? ঐ যে আঁকা বাঁকা পাহাড়ী নদীর ধারে?
যে নদী বর্ষার আগমনে উত্তাল হয়ে পাথরের বুক চিরে
বিশুদ্ধ ঝর্ণা হয়ে ঝড়ে পড়ছে রূপের পসরা সাজিয়ে।
তুমি যাবে আমার সাথে? নাম না জানা ঐ ছোট সোনার গাঁয়ে?
যে গাঁয়ের মেঠো পথে দুরন্ত কিশোর কিশোরী নাচে
ময়ূরের মত পেখম তুলে বর্ষার বৃষ্টির রিমঝিম ঝিম তালে ।
তুমি যাবে আমার সাথে?পদ্মার পাড়ের জেলে নৌকোতে চড়ে;
বর্ষার স্রতে ফুলে উঠা ভয়ংকর সুন্দর পদ্মার ঐ পাড়ে;
নব জেগে উঠা কোন এক চরে? যেথায় মাঝি মাল্লা আর জেলের দল,
ঝড়ের সাথে লড়াই করে ক্লান্ত শ্রান্ত হয়ে ডেরা গেড়ে,
বেঁচে থাকার আনন্দে তামাক পুড়িয়ে ধোঁয়া ছেড়ে উপভোগ করে
বর্ষার জলে বিধৌত চিরযৌবনা পদ্মার উথাল পাথাল রূপ।
তুমি যাবে আমার সাথে? সান বাঁধানো পুকুর পারে নিশী সন্ধ্যা রাতে?
যেথায় মাথার উপর খেলা করে বর্ষার মেঘ চাঁদের আলোর সাথে ।
তুমি যাবে? যাবে আমার সাথে?

১৪/০৬/২০১৬ইং
৩১/০২/১৪২৩ বাং
টোলামোর,আয়ারল্যান্ড
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ১৫/০৬/২০১৬
    khub vlo
  • বিশ্বামিত্র ১৪/০৬/২০১৬
    বর্ষার অনেক সুন্দর শব্দের ভাল লেগেছে।শুভেচ্ছা রইল
  • অনুভব, গর্জন, নগরী, বর্ষা, সবুজ, বন, ঘ্রান, কদম্ব,স্রোত, ময়ুর'' চমৎকার সব---------Nice Poet diction

    Thanking a lot:::
 
Quantcast