অন্তর্হিত
আকাশের মেঘ থেকে বৃষ্টির ফোঁটা হয়ে
ক্লান্ত শ্রান্ত বেলায়, ছুঁয়ে যাই আমি তোময়,
রাতের আকাশে চাঁদের আলোর জ্যোৎস্না হয়ে
ছম ছমে তমিস্র বেলায়, ছুঁয়ে যাই আমি তোমায়,
কাঠ ফাটা রোদনে দক্ষিণার মৃদু শীতল হাওয়া হয়ে
তপ্ত দহনো বেলায় ছুঁয়ে যাই আমি তোমায়।
আমি দক্ষিণা বাতাস হয়ে তোমার চুল নিয়ে খেলা করি,
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমার কোমল ত্বকে হাত বোলাই,
আমি পূর্ণিমা চাঁদের আলো হয়ে তোমার নয়নে চুমু খাই।
যেখানেই যাও জেনে রেখো আমি আছি তোমার সাথে
যেমন সাথে থাকে তোমার খোলা আকাশ।
০৯/০৬/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
ক্লান্ত শ্রান্ত বেলায়, ছুঁয়ে যাই আমি তোময়,
রাতের আকাশে চাঁদের আলোর জ্যোৎস্না হয়ে
ছম ছমে তমিস্র বেলায়, ছুঁয়ে যাই আমি তোমায়,
কাঠ ফাটা রোদনে দক্ষিণার মৃদু শীতল হাওয়া হয়ে
তপ্ত দহনো বেলায় ছুঁয়ে যাই আমি তোমায়।
আমি দক্ষিণা বাতাস হয়ে তোমার চুল নিয়ে খেলা করি,
আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোমার কোমল ত্বকে হাত বোলাই,
আমি পূর্ণিমা চাঁদের আলো হয়ে তোমার নয়নে চুমু খাই।
যেখানেই যাও জেনে রেখো আমি আছি তোমার সাথে
যেমন সাথে থাকে তোমার খোলা আকাশ।
০৯/০৬/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১১/০৬/২০১৬সুন্দর লিখন।
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১০/০৬/২০১৬দিয়েছ বটে
আরও . . . . .
ধন্যবাদ -
প্রদীপ চৌধুরী. ১০/০৬/২০১৬Osadharon
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৬/২০১৬Wow!!
Have a nice expression
Just like
''আমি দক্ষিনা বাতাস হয়ে তোমার চুল নিয়ে খেলা করি''