অত্বর
অনেক দিন ধরে ভাবছি
তোমায় একটা নাম দিব।
ঠিক কোন নামটা যে তোমার সাথে মানায়
বুঝে উঠতে পারছি না ।
কি নামে ডাকবো তোমায় বলতো?
তোমার কিন্তু একটা নাম আমি
মনে মনে ভেবে রেখেছি।
নামটা শুনলেই তুমি বুঝে যাবে
তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তোমাকে ভালবাসি সে কথা কখনো হয়তো বলা হবে না
তাতে কি, তোমার জন্য যে নামটা ঠিক করেছি
তা তো বলা যায় তোমায়, তাই না ?
মনে আছে ঐ যে ঝিলের ধারে গোধূলি বেলায়
তুমি আর আমি বসে থাকতাম, আর তোমার চোখের তারায়
আমি অস্ত যাওয়া সূর্যের মত ডুবে যেতাম।
তুমি হয়তো কখনো বুঝবে না তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তাতে কি ? কিছু কিছু প্রণয় না হয় গোপনই থাক
যেমন গোপন থাকে প্রাচীন ইতিহাস কালের গহ্বরে।
তেমনি থাকনা কিছু কিছু প্রণয় গোপনে অনেক যতনে হৃদয়ের গভিরে।
২৫/০৫/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
তোমায় একটা নাম দিব।
ঠিক কোন নামটা যে তোমার সাথে মানায়
বুঝে উঠতে পারছি না ।
কি নামে ডাকবো তোমায় বলতো?
তোমার কিন্তু একটা নাম আমি
মনে মনে ভেবে রেখেছি।
নামটা শুনলেই তুমি বুঝে যাবে
তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তোমাকে ভালবাসি সে কথা কখনো হয়তো বলা হবে না
তাতে কি, তোমার জন্য যে নামটা ঠিক করেছি
তা তো বলা যায় তোমায়, তাই না ?
মনে আছে ঐ যে ঝিলের ধারে গোধূলি বেলায়
তুমি আর আমি বসে থাকতাম, আর তোমার চোখের তারায়
আমি অস্ত যাওয়া সূর্যের মত ডুবে যেতাম।
তুমি হয়তো কখনো বুঝবে না তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তাতে কি ? কিছু কিছু প্রণয় না হয় গোপনই থাক
যেমন গোপন থাকে প্রাচীন ইতিহাস কালের গহ্বরে।
তেমনি থাকনা কিছু কিছু প্রণয় গোপনে অনেক যতনে হৃদয়ের গভিরে।
২৫/০৫/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১০/০৬/২০১৬
-
দেবজ্যোতিকাজল ২৭/০৫/২০১৬নতুন শব্দ কম
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৬/০৫/২০১৬একটি রহস্যময়ী নাম, যার মাঝে লুকিয়ে আছে হাজারো সংজ্ঞা; তো সে নামটি দিয়েই একটি কবিতা হোক।
আমরা সবাই পড়ব। -
জয় ২৬/০৫/২০১৬কবিতার সাথে নামটাও সুন্দর ।
-
ওহাব বুলবুল মাসউদ ২৬/০৫/২০১৬ভালো লেগেছে।
ধন্যবাদ :।: